Connect with us
ক্রিকেট

আইপিএলের তিন রাউন্ড শেষে কোন দলের অবস্থান কোথায়?

Which team has won the most titles in the IPL?
আইপিএল ট্রফি। ছবি- সংগৃহীত

আইপিএলের চলতি আসরটা দারুণভাবে শুরু করেছিল মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংসের। নতুন দলের জার্সিতে ফিজও করেছিলেন উড়ন্ত শুরু। তবে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে চেন্নাই। এদিকে বিশ্বকাপের আগে ভিসা প্রসেসিং করতে মুস্তাফিজ দেশে ফিরে আসায় পরবর্তী ম্যাচ চেন্নাইকে খেলতে হবে তাদের অন্যতম সফল বোলারকে ছাড়াই।

এছাড়া গতকাল দিল্লিকে বিশাল ব্যবধানে হারানোর ম্যাচে নিজেদের টানা তিন জয় তুলে নিয়ে আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। সমান তিন জয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজস্থান রয়েলস। যেখানে কলকাতার সঙ্গে তাদের পয়েন্ট সমান হলেও নেট রান রেট রয়েছে বড় ব্যবধান। দুই ম্যাচ জিতে এর পরেই রয়েছে চেন্নাই সুপার কিংস।

এদিকে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরবর্তী দুই ম্যাচ জিতে টেবিলের চার নম্বরে উঠে এসেছে লখনৌ সুপার জায়ান্ট। পঞ্চম অবস্থানে থাকা গুজরাট টাইটানসের পয়েন্টও সমান চার। এছাড়া সানরাইজার্স হায়দরাবাদ জয় পেয়েছে কেবল এক ম্যাচে। দুই পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ছয় নম্বরে।

এছাড়া পাঞ্জাব কিংস টুর্নামেন্টের শুরু করেছিল দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে। তবে পরের দুই ম্যাচ টানা হেরে দশ দলের মধ্যে নেমে এসেছে সাত নম্বরে। এদিকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস খেলে ফেলেছে নিজেদের চারটি করে ম্যাচ। তবে দুই দলই মাত্র একটি করে জয় নিয়ে আছে যথাক্রমে আট ও নয় নম্বরে।

এদিকে বিভিন্ন সমালোচনায় জর্জরিত মুম্বাই ইন্ডিয়ান্স আসরে তিন ম্যাচ খেলে এখনও খুলতে পারেনি নিজেদের জয়ের খাতা। অধিনায়ক বিতর্ক নিয়ে ঘরের মাঠেও সমর্থন হারানো মুম্বাই একমাত্র দল হিসেবে কোন পয়েন্ট না নিয়েই তালিকার তলানিতে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

একনজরে আইপিএলের বর্তমান পয়েন্ট টেবিল:

দলম্যাচ জয়পয়েন্ট 
কলকাতা
রাজস্থান 
চেন্নাই 
লখনৌ
গুজরাট 
হায়দরাবাদ 
পাঞ্জাব 
বেঙ্গালুরু
দিল্লি
মুম্বাই 

বি:দ্র: ৪ এপ্রিল সকাল পর্যন্ত পয়েন্ট টেবিলের অবস্থান 

আরও পড়ুন: মেসিকে ছাড়া বিপাকে মায়ামি, হেরে অনিশ্চিত কনকাকাফের সেমিফাইনাল

ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৪/এফএএস  

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট