Connect with us
ক্রিকেট

জামাইকে ক্রিকেটে মনোযোগ দেওয়ার নির্দেশ শহীদ আফ্রিদির

Shahid Afridi instructed his son-in-law to focus on cricket
শহীদ আফ্রিদি ও শাহিন আফ্রিদি। ছবি- সংগৃহীত

এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বাবর আজমকে সরিয়ে পাকিস্তানের অধিনায়কত্বে বদল আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)৷ এসময় টেস্টে শান মাসুদ এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে৷ কিন্তু এক সিরিজের ব্যবধানে শাহিনকে না জানিয়েই তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় পিসিবি। এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে চলছে তুলকালাম কাণ্ড৷ মেয়ের জামাইকে নেতৃত্ব থেকে সরানো নিয়ে এবার মুখ খুললেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি৷

পাকিস্তানের স্থানীয় এক বেসরকারি টিভিতে তিনি শাহিন আফ্রিদিকে ক্রিকেটের প্রতি মনযোগ দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘শাহিন আফ্রিদির উচিত এখন ক্রিকেটের প্রতি মনযোগ দেওয়া।’

পাকিস্তানের অনেক অধিনায়ক নেতৃত্ব পাওয়ার পর তা নানা কারণে সুন্দরভাবে সমাপ্ত করতে পারেনি। সেকারণে তিনি বলেন, ‘আমি সবসময় শাহিনকে নেতৃত্ব থেকে দূরে রাখতে চেয়েছি৷ এমনকি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব নেওয়ার প্রস্তাবও গ্রহণ না করার উপদেশ দিয়েছিলাম।’

শাহিনের প্রতি শ্বশুরের চাওয়া, ‘নেতৃত্বের চাপমুক্ত হয়ে শুধু খেলায় মনোযোগ দিক, ক্যারিয়ার লম্বা করুক।’

আগামী ১৮ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান৷ ইতোমধ্যে দলের মূল খেলোয়াড়দের ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই শাহিন আফ্রিদিকে সরিয়ে দিয়ে বাবর আজমকে পুনরায় অধিনায়কত্বে এনেছে পিসিবি৷

আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকছেন কারা! 

ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট