সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন সংস্করণের সিরিজ শেষ হয়েছে। সিরিজের ইতিটা অবশ্য টাইগারদের জন্য হতাশার ছিল। কারণ শেষ দুই টেস্টেই শ্রীলঙ্কার কাছে গো-হারা হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। আজ মিরপুরে টাইগারদের টেস্ট সিরিজে ভরাডুবি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
টেস্ট পারফরম্যান্স নিয়ে তরুণদের আরও সুযোগ দেওয়ার পাশাপাশি জালালের কণ্ঠে অভিজ্ঞদের রান খরা নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায়। লঙ্কানদের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে জালাল বলেন, ‘আমরা মূলত চট্টগ্রাম ও সিলেটে টেস্ট খেলেছি যেন ব্যাটাররা বেশি সুযোগ পায়। তারা যেন বেশি রান করতে পারে। কিন্তু সেটা তেমন কাজে আসেনি, তরুণরা রান করতে পারেনি। টেস্ট দলে শুরুতেই এসে আসলে রান করাটাও কঠিন। আমরা তাদেরকে আরও সুযোগ দেওয়ার পক্ষে। তাদের নাম বলছি না কিন্তু তাদেরও আরও সময় দরকার।’
তরুণদের পারফরম্যান্স ছাড়াও অভিজ্ঞদের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেন জালাল, ‘আমরা আশা করেছিলাম অভিজ্ঞরা রান পাবে কিন্তু তারাও রান করতে পারেনি। অভিজ্ঞদের থেকে ভালো পার্টনারশিপ পেলে আমাদের অবস্থা আরো ভালো থাকতো। আমাদের বোলিং বিভাগ মোটামুটি ভালো করলেও অভিজ্ঞদের থেকে ভালো পার্টনারশিপের ঘাটতি ছিল আমাদের।’
সঙ্গে টেস্ট ক্রিকেটে এখনো টাইগারদের আশানুরূপ পারফর্ম না করার পেছনে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলোয়াড়দের খেলার সুযোগ কম বলে উল্লেখ করেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। সামনে সাদা বলের ক্রিকেটে ব্যস্ততার কারণে জাতীয় দলের ক্রিকেটারদের বিসিএল কিংবা এনসিএলে খেলার সুযোগও নেই বললেই চলে। চলতি বছর বিশ্বকাপসহ টাইগারদের চারটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে।
জাতীয় লিগে খেলার সময়ের অভাব সম্পর্কে জালাল বলেন, ‘দেখুন, জাতীয় দলের ক্রিকেটারদের সূচি এত ব্যস্ত যে তাদের এনসিএল, বিসিএলে খেলার তেমন সুযোগই থাকে না। জাতীয় দলের খেলোয়াড়দের তাই টেস্টে মানিয়েই খেলতে হবে। আগে অনেকেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে অনীহা প্রকাশ করতো। কিন্তু এখন অনেকেই খেলতে চায় কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হচ্ছে না। আমরাও তো চাই প্রথম শ্রেণিতে খেলে তারা আরও প্রতিদ্বন্দ্বিতা বাড়াক। সামনে আমাদের এ দলেরও খেলা থাকায় এখন সময় বের করাটাও অনেক কঠিন।’
আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকছেন কারা!
ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৪/এমএস/এমটি