Connect with us
ক্রিকেট

সর্বোচ্চ উইকেটের পরও ‘পার্পল ক্যাপ’ হারালেন মুস্তাফিজ

Mustafiz lost the 'Purple Cap' despite taking the highest wicket
মোহিত শর্মার কাছে পার্পল ক্যাপ হারিয়েছেন মুস্তাফিজ । ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে প্রথম তিন ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারের স্বীকৃতি ‘পার্পল ক্যাপ’ এত দিন দখলে ছিল মুস্তাফিজুর রহমানের৷ এখন পর্যন্ত ৩ ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেছেন তিনি। কিন্তু এরপরও ‘পার্পল ক্যাপ’ টি খোয়াতে হলো ফিজকে।

আইপিএলে গতকাল রাতের ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়ে ১ উইকেট শিকার করেন গুজরাট টাইটান্সের পেসার মোহিত শর্মা। এতে বাঁহাতি পেসারের সমান ৭ উইকেট হয়ে যায় মোহিতের। কিন্তু বোলিং ইকোনমিতে কাটার মাস্টারের থেকে এগিয়ে থাকায় সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় মুস্তাফিজকে দুই নম্বরে ঠেলে দিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছেন মোহিত।

এর আগে আসরের প্রথম ম্যাচেই দ্য ফিজের কাটারের জাদু দেখেছিল আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভারে ২৯ রান খরচায় ৪ উইকেট শিকার করে হন ম্যাচসেরা। পরের ম্যাচেও ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ২ উইকেট।

অবশ্য তৃতীয় ম্যাচে গিয়ে বেশ খরুচে বোলিং করেন টাইগার পেসার। ৪ ওভারে ৪৭ রান দিলেও অবশ্য ১ উইকেট পান সেবার। তাই এবার যৌথভাবে সমান উইকেট নেওয়ার পরও পার্পল ক্যাপ হারাতে হলো তাকে।

এছাড়াও আসন্ন বিশ্বকাপে জাতীয় দলের হয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে বর্তমানে ঢাকায় অবস্থান করার ফলে আজ (৫ এপ্রিল) চেন্নাইয়ের হয়ে খেলা হচ্ছে না কাটার মাস্টারের। আমেরিকান দূতাবাসে তার কাজ শেষ হতে দিন তিনেক লাগতে পারে। চেন্নাইয়ের হয়ে পরবর্তী ৮ এপ্রিলের ম্যাচেও তাকে পাওয়া নিয়ে তাই শঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ভুল করে কেনা সেই ব্যাটসম্যানই জেতাল পাঞ্জাবকে 

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট