অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচটিতে জয় পেতে সহজ লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। খুদে টাইগ্রেস বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করে আরব আমিরাত।
এতে ৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬৫ বল বাকি থাকতেই পাঁচ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। তবে বড় জয় পেলেও রানরেটে পিছিয়ে থাকার কারণে সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের।
দুটি গ্রুপ থেকে দুটি করে মোট চার দল যায় সেমিতে। গ্রুপ এক এ বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ার সমান ৬ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে ছিল বাংলাদেশ।
আমিরাতকে বিশাল ব্যাবধানে হারালেও বাংলাদেশের রান রেট হয় ১.২২। অপরদিকে টেবিলের দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার নেট রান রেট ছিল ২.২। আর এতেই এ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও ভারত সেমিতে পৌঁছে যায়।
এদিকে বুধবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাবেয়া খান, মারুফা আক্তারদের বোলিং তোপে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি আমিরাত। ৬৯ রানে গুঁটিয়ে যায় দলটি। ৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খুদে টাইগ্রেসদের। দলের ২৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে স্বর্ণার ব্যাটে সেই চাপ সামলে ম্যাচে ফেরে বাংলাদেশ।
ব্যাট হাতে স্বর্ণা ১৯ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন, এছাড়া আফিফা ১৫ এবং রাবেয়া খান করেন ১৪ রান। বাংলাদেশের পক্ষে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট ও ১৬ রান খরচ করে ২ উইকেট তুলে নেন মারুফা। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন দিপা খাতুন, রিয়া আক্তার শিখা ও স্বর্ণা আক্তার।
আরও পড়ুন: সৌম্যর ব্যাটে ঝড়!
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৩/এসএ