Connect with us
ক্রিকেট

আগামীকাল সাকিব-তামিম হাইভোল্টেজ লড়াই

Shakib-Tamim high voltage fight tomorrow
সাকিবের শেখ জামালের মুখোমুখি হবে তামিমের প্রাইম ব্যাংক। ছবি- সংগৃহীত

বিপিএলের পর আবারও মাঠের ক্রিকেটে দেখা যাবে সাকিব-তামিম লড়াই৷ আগামীকাল শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও তামিম ইকবালের প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচের মধ্য দিয়ে আবারও দেখা যাবে সাকিব-তামিমের হাইভোল্টেজ লড়াই।

নেট রান রেটে সাকিবের শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রাইম ব্যাংকের চেয়ে এগিয়ে থাকলেও পয়েন্ট টেবিলে এখন দুই দলের সমান ৮ ম্যাচে ৬ জয় ও ২ পরাজয় রয়েছে৷ দুই দলের যে জিতবে, সেই দল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আবাহনী লিমিটেডের ঠিক পরে দুই নাম্বারে অবস্থান করবে। হেরে যাওয়া দল পিছিয়ে পড়বে এক ধাপ। ফলে সাকিব-তামিম দুজনের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ।

প্রাইম ব্যাংকের ব্যাটারদের মধ্যে অধিনায়ক তামিম ইকবালই এখন সবচেয়ে বড় ভরসার নাম। টুর্নামেন্টের শুরুর দিলে ব্যাটে রান না পেলেও বর্তমানে নিজেকে খুঁজে পেয়েছেন তামিম৷ প্রথম ৩ ম্যাচে (১৭, ১৬ ও ৬) মাত্র ৩৯ রান করলেও পরের ৫ ম্যাচে ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন তামিম। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই ফিফটি হাঁকিয়েছেন তিনি।

অন্যদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও চোখ থাকবে সাকিব আল হাসানের দিকে। চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সাকিবও ৩ ম্যাচ খেলে একটি অর্ধশতক হাঁকিয়েছেন। বল হাতেও দুর্দান্ত ছিলেন সাকিব। তিন ম্যাচে উইকেট তুলেন ৬টি৷

তবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নেমে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব৷ ব্যাটে-বলে কোনোটাই যেন সাকিবসুলভ হয়নি৷ তবে আগামীকাল হোম অব ক্রিকেটে নিজের সেরাটা দিতে চাইবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আরও পড়ুন: আইপিএলের ফ্ল্যাট পিচে ব্যাটিং করা অনেক সহজ: জুনায়েদ খান 

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট