Connect with us
ক্রিকেট

মুস্তাফিজ বিহীন চেন্নাইকে সহজেই হারাল হায়দরাবাদ

IPL_Chennai Super Kings vd Sunrisers Hyderabad
চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে বাংলাদেশে আসা মুস্তাফিজকে ছাড়াই খেলতে হবে চেন্নাই সুপার কিংসকে। এমনটাই সবার জানা কথা৷ কিন্তু ম্যাচের আগে চেন্নাইয়ের বোলিংয়ের অন্যতম প্রাণভোমরা মাথিশা পাথিরানাও অসুস্থতার কারণে দল থেকে ছিটকে যান৷ ফলে দলের সেরা দুই বোলিং অস্ত্রকে ছাড়াই খেলতে হয়েছে চেন্নাইকে। ফলাফল যা হওয়ার তা-ই হয়েছে৷ সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬ উইকেটে হেরেছে চেন্নাই সুপার কিংস।

শুক্রবার (৫ এপ্রিল) হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে চেন্নাইয়ের শুরুটা হয় মন্থর গতিতে৷ দলে স্বীকৃত আট ব্যাটার নিয়েও স্কোরবোর্ডে আশানুরূপ সংগ্রহ দাঁড় করাতে পারেনি চেন্নাই। দলীয় ২৫ রানে ৯ বলে ১২ রান করে আউট হন রাচিন রবীন্দ্র। এরপর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে আশা জাগায় চেন্নাই৷ কিন্তু ২১ বলে ২৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন চেন্নাই দলপতি৷

তৃতীয় উইকেট জুটিতে রাহানেকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শিবম দুবে। দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে চেন্নাই। দুজনের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৬৫ রান। পাঁচ রানের আক্ষেপ নিয়ে আউট হন দুবে। ২৪ বলে ৪৫ রানের ঝড় ইনিংস খেলেন তিনি৷

৩০ বলে ৩৫ রানের মন্থর ইনিংস খেলে সাজঘরে ফেরেন রাহানে। ২০তম ওভারে নটরাজনের করা তৃতীয় বল উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ড্যারিল মিচেল। শেষ পর্যন্ত জাদেজার ২৩ বলের অপরাজিত ৩১ রানে ভর করে ১৬৫ রানের সাদামাটা সংগ্রহ দাঁড় করায় চেন্নাই৷

সানরাজার্স হায়দ্রাবাদের হয়ে কৃপণ বোলিং করেন ভুবনেশ্বর কুমার। ৭ ইকোনমিতে ২৮ রান খরচায় নেন ১ উইকেট। অধিনায়ক প্যাট কামিন্স, সাহবাজ আহমেদ, উনাদকাট ও নটরাজম নেন একটি করে উইকেট।

জবাবে ১১ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ।

এদিন চেন্নাইয়ের ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের ২৩ বছর বয়সী ওপেনার অভিষেক শর্মা ১২ বলে ৩৭ রানের এক টর্নেডো ইনিংস খেলেন৷ চেন্নাইয়ের মুকেশ কুমারের প্রথম ওভার থেকেই তিনি তুলেন ২৭ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে ট্রাভিস হেড ও এইডেন মার্করাম মিলে ৪২ বলে ৬০ রানে জুটি গড়েন। এ জুটির ফলেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় চেন্নাই৷ ট্রাভিস হেড ২৪ বলে ৩১ ও এইডেন মার্করাম খেলেন ৩৬ বলে ৫০ রানের ইনিংস৷

শেষদিকে নিতিশ রেদ্দি ও হেনরিখ ক্লাসেনের ১৫ বলে ২৫ রানের জুটিতে জয় নিশ্চিত হয় হায়দরাবাদের৷ চেন্নাইয়ের হয়ে ৩ ওভার হাত ঘুরিয়ে ২৩ রান খরচায় ২ উইকেট তুলেন মঈন আলী৷ মহেশ থিকসানা ও দিপক চাহার নেন ১ করে উইকেট৷

আরও পড়ুন: ভুল করে কেনা সেই ব্যাটসম্যানই জেতাল পাঞ্জাবকে 

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট