Connect with us
ক্রিকেট

সাকিব-তামিমদের মাঠ থেকেই বিদায় দেখতে চান মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা। ছবি- গুগল

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মাশরাফি বিন মর্তুজা। তার নেতৃত্বে দুর্দান্ত খেলছে দলটি। বিপিএলে মাশরাফিকে নিয়মিত দেখা গেলও জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০২০ সালে দেখা যায় টাইগারদের সাবেক এই কাপ্তানকে।

শুক্রবার শুরু হচ্ছে বিপিএলের সিলেটের পর্ব। মাঠের লড়াইয়ের আগের দিন বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন স্বাগতিক দলের এই কাপ্তান। সেখানে তিনি জানান, মাঠ থেকে বিদায় নেওয়ার আশা করেন না তিনি। এমনকি বোর্ডের কাছ থেকে আর কোনোকিছু প্রত্যাশা করেছেন না।

তবে সাকিব আল হাসান ও তামিম ইকবালদের মতো ক্রিকেটারদের মাঠ থেকেই বিদায় দেখতে চান সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি।

মাশরাফি বলেন, অবশ্যই ওই সংস্কৃতিতে যাওয়া দরকার। ওই সংস্কৃতি সেট আপও করা দরকার। যারা আছে এখন, সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক কিংবা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি খেলোয়ার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পান। তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকেই বিদায় নিতে পারে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘অনেকে হিসাব করে কত টাকা পেল। কিন্তু তারা যে শ্রম দিয়েছে, দিনের পর দিন ত্যাগ করেছে, সেটা কেউ জানে না। ওই সম্মানটা যেন তারা পায়। যারা তরুণ আছে, তারা যেন বিশ্বাসটা পায়, এতটুকু সম্মান নিয়ে যেতে পারব।’

আরও পড়ুন: যে কারণে সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট