Connect with us
ক্রিকেট

তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে যা জানালেন প্রধান নির্বাচক

Lipu about Tamim's come back
তামিমের ফেরা নিয়ে কথা বলেছেন লিপু। ছবি- সংগৃহীত

তামিম ইকবালের জাতীয় দলে ফেরা-না ফেরা নিয়ে এত দিনে জল তো আর কম ঘোলা হয়নি। সবশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছিল, বিপিএল শেষে তামিমের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে বিসিবি। কিন্তু সেটাও এখন পর্যন্ত আর আশার আলো দেখেনি। তামিমের এই প্রসঙ্গে এবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগারদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

দেশের এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লিপু বলেন, ‘আমরা আমাদের গণ্ডির মধ্যে আছি। সব ক্রিকেটারের সঙ্গেই আমরা যোগাযোগ বজায় রাখি। আর তামিমের মত ব্যাটারকে তো যে কোন দলই চাইবে। তামিমের বিষয়টি বোর্ড সভাপতি নিজে থেকে দেখ ভাল করছেন। আমরা তামিমের সাথে কথা বললেও দায়িত্বের সাথে আপাতত আমরা কিছু করতে পারছি না। ওর সঙ্গে বোর্ড সভাপতি নিজেই কথা বলবেন।’

সবশেষ ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে মাঠে খেলেছিলেন দেশ সেরা এই ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন খান সাহেব। আর এর মাঝে তাকে নিয়ে দেশের ক্রিকেটে যত কাহিনী হয়ে গেছে সেটা মোটামুটি সবারই জানা। জাতীয় দল থেকে হঠাৎ ঘোষণায় অবসরে যাওয়া, পর দিনই প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে জাতীয় দলে ফেরা এবং পরে বিশ্বকাপ দল থেকে নিজের নাম সরিয়ে নেওয়া। তাই এই সময়টায় তামিমের পথটা যেন একদমই মসৃণ ছিল না সেটা স্পষ্ট।

এত চড়াই-উতরাই পেরিয়ে বিপিএল দিয়ে আবারও নিজের জাত চিনিয়েছেন চট্টলা থেকে উঠে আসা বাংলাদেশের সাবেক কাপ্তান। ফরচুন বরিশালকে প্রথম বারের মত শিরোপা জেতানোর পাশাপাশি নিজে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। এছাড়া চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও অসাধারণ ফর্মে রয়েছেন তিনি।

দীর্ঘ সময় পর টেস্টে ফেরা সাকিব আল হাসানকে নিয়ে লিপু বলেন, ‘সাকিব অনেক দিন পর টেস্ট খেলেছে। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে হয়তো সেরাটা দিতে পারেনি, কিন্তু সে দলে থাকলে বাকি ক্রিকেটাররা সব সময়ই অনুপ্রাণিত হয়। সাকিবের থেকে তরুণদের অনেক কিছু শেখার আছে।’ 

আরও পড়ুন: মুস্তাফিজের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল চেন্নাই

ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৪/এমএস/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট