ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচেই ৭ উইকেট শিকার করেছেন আবু হায়দার রনি৷ আজ শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। যেখানে আবু হায়দার রনির আগুনে বোলিংয়ে প্রথমে ব্যাট করতে নামা গাজী টায়ার্স মাত্র ৪০ রানেই গুটিয়ে যায়।
মোহামেডানের হয়ে ২০ রান খরচায় ৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেট শিকারি এখন রনি।
ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, আজকের ম্যাচটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আমার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সবচেয়ে ভালো বোলিং ফিগার। ভালো করতে সবসময় ভালো লাগে। যেহেতু এই ফরম্যাটে সবচেয়ে ভালো বোলিং ফিগার। আজকের দিনটা অবশ্যই আমার জন্য স্পেশাল।’
রনি আরও বলেন, ‘বর্তমান পরিশ্রম করে বলের পেসটা একটু বাড়ানোর চেষ্টা করেছি। লাইন লেন্থ ঠিক করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ অই ২ বছরের চেষ্টার হয়ত আমি এখন ফলটা পাচ্ছি। সবকিছু কিন্তু একটা প্রক্রিয়া। আমি প্রক্রিয়ার মধ্যে আছি। এটা ধরে রাখতে পারলে আশা করি সামনে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে।’
আরও পড়ুন: ‘মেসির তুলনা সে নিজেই’ মন্তব্য সালাহ’র
ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৪/টিএইচ/এফএএস