Connect with us
ক্রিকেট

নারীদের সম্মানে বিশেষ জার্সি পরে মাঠে নামলো রাজস্থান 

নারীদের সম্মানে রাজস্থানের গোলাপী জার্সি। ছবি- সংগৃহীত

রাজস্থানের প্রত্যন্ত এলাকার নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ও তাদের সম্মানার্থে বিশেষ জার্সি পরে মাঠে নেমেছে রাজস্থান রয়্যালস৷ আজ জয়পুরে নিজেদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে নারীদের সম্মান জানিয়ে পুরোপুরি গোলাপী জার্সি পরে মাঠে নামেন বাটলার-স্যামসনরা। 

ম্যাচের আগেই সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে রাজস্থান রয়্যালস লিখেছে, ‘শনিবার বিশেষ দিন। আমরা সবাই পুরো গোলাপি জার্সি পরব। রাজস্থানের নারীদের সম্মান জানাব আমরা।’

মূলত রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলের কর্মজীবী নারীরা, যারা সমাজ বদলের কাজ করছেন তাদের সম্মানে ফ্র্যাঞ্চাইজিটি ‘পিঙ্ক প্রমিস’ নামে একটি ক্যাম্পেইন পরিচালনা করছে৷ সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে রাজস্থান রয়্যালস৷ 

Rajasthan vs Bengaluru match with pink promise for women

রাজস্থান বনাম বেঙ্গালুরু ম্যাচে ‘পিঙ্ক প্রমিস’। ছবি- রাজস্থান রয়্যালস

ম্যাচ চলাকালীন প্রতিটি ছক্কার জন্য রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলের ছয়টি বাড়িতে সোলার ল্যাম্প দিবে রাজস্থান কর্তৃপক্ষ৷ এছাড়া ম্যাচে বিক্রিত প্রতি টিকেট থেকে ১০০ রুপি দিবে বলে জানিয়েছে ফ্রাঞ্জাইজিটি৷ 

অন্যদিকে মাঠের ক্রিকেটে চলতি আসরে দুর্দান্ত যাচ্ছে রাজস্থানের। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের পরে দ্বিতীয় স্থানে রয়েছে তারা৷ 

আরও পড়ুন: এক ম্যাচেই ৭ উইকেট শিকার, যা বললেন রনি 

ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৪/টিএইচ/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট