আইপিএলে গতকালের রাজস্থান রয়্যালস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ জন্ম দিয়েছে একাধিক রেকর্ড। এদিন বেঙ্গালুরুর দেওয়া ১৮৪ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে থাকতেই টপকে যায় রাজস্থান। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাকিয়ে দলের জয়ের পাশাপাশি নিজের সেঞ্চুরি পূরণ করেন জশ বাটলার।
এমনিতেও এই ম্যাচটি বাটলারের জন্য ছিল বিশেষ। আইপিএলে নিজের শততম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল এই ইংলিশ তারকা ব্যাটার। আর এমন বিশেষ ম্যাচেই শতক হাকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তিনি। আইপিএলে এটি জশ বাটলারের দ্বিতীয় সর্বোচ্চ ষষ্ঠ সেঞ্চুরি।
এর আগেই এদিন প্রথম ইনিংসে বেঙ্গালুরুর হয়ে সেঞ্চুরি হাকিয়ে একাধিক রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। এদিন বিরাট এককভাবে আইপিএলের সর্বোচ্চ ৮ সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। তারপরই সমান ছয়টি করে সেঞ্চুরি করেছেন ক্রিজ গেইল এবং জশ বাটলার। সেঞ্চুরি করে অবশ্য লজ্জায়ও পরতে হয়েছে বিরাট কোহলিকে।
কেননা এদিন বিরাট কোহলি করেছিলেন আইপিএল ইতিহাসের সব থেকে মন্থর গতির সেঞ্চুরির রেকর্ড। সর্বোচ্চ ৬৭ বলে শতক হাকিয়ে ২০০৯ সালে করা মনীশ পাণ্ডের ধীরগতির সেঞ্চুরির রেকর্ডে যৌথভাবে ভাগ বসালেন বিরাট। এদিন শেষ পর্যন্ত বেঙ্গালুরুর হয়ে ৭২ বলে ১১৩ রান করেন এই ভারতীয় ব্যাটার।
তবে বিরাট কোহলির এই শতক ম্লান হয়ে যায় জশ বাটলারের সেঞ্চুরিতে। ম্যাচ ড্র করার পর শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল এক রান। অপরদিকে বাটলারের সেঞ্চুরি পূরণ করতে বাকি ছিল আরো ছয় রান। শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাকিয়ে ‘এক ঢিলে দুই পাখি শিকার’ করেন এই ইংলিশ ব্যাটার।
এতে করে আরও একটি রেকর্ডে নিজের নাম লিখেছেন বাটলার। আইপিএল ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিজের শততম ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি করেছেন বাটলার। এর আগে ২০২২ মৌসুমে লখনৌর হয়ে নিজের শততম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন লোকেশ রাহুল। সেই ম্যাচে তিনি অপরাজিত ছিলেন শততম ইনিংসে সর্বোচ্চ ১০৩ রান করে।
আরও পড়ুন: মাঠে নেমেই গোল পেলেন মেসি, মায়ামির ম্যাচ ড্র
ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৪/এফএএস