Connect with us
ক্রিকেট

আগামীকাল কলকাতা ম্যাচে খেলবেন মুস্তাফিজ!

মুস্তাফিজুর রহমান। ছবি- সিএসকে

চলতি আইপিএলে টানা দুই জয়ে দারুন শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। তবে এরপর নিজেদের সবশেষ দুই ম্যাচে হেরে বেশ খানিকটা বিপাকে পড়েছে ধোনির দল। হায়দরাবাদ ম্যাচে নিজেদের সেরা দুই পেস বোলার মুস্তাফিজ ও পাথিরানাকে হারিয়ে আরও ছন্নছাড়া হয়ে পড়েছিল চেন্নাই। তাই আগামীকাল কলকাতা ম্যাচে নিজেদের পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে চাইবে তারা।

আগামীকাল সোমবার (৮ এপ্রিল) ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মাঠে দেখা যেতে পারে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে! কেননা জানা গেছে, তার আগে আজই ভিসা প্রক্রিয়ার কাজ শেষ করে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবেন ফিজ। চিপকের উইকেট বিবেচনায় চেন্নাই শিবিরে যোগ দেওয়ার ২৪ ঘন্টার মাঝেই মাঠে নামতে পারেন তিনি।

এর আগে গেল শুক্রবার হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছিল চেন্নাই সুপার কিংস। পেস আক্রমণের সেরা দুই অস্ত্রকে হারিয়ে সেদিন অনেকটা দিশেহারা হয়ে পড়েছিল চেন্নাই। এরপর দলের কোচ নিজেও ফিজকে মিস করার প্রশ্নে বলেন, ‘কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি), তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গেল ২ এপ্রিল টুর্নামেন্টের মাঝে দেশে ফিরে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। গেল বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডের সম্ভাব্য সকল ক্রিকেটাররা নিজেদের পাসপোর্ট মার্কিন দূতাবাসে জমা দিয়েছিলেন। যে কারণে শুক্রবার হায়দরাবাদ ম্যাচে উপস্থিত হতে পারেননি ফিজ।

জানা যায় মুস্তাফিজের আইপিএল খেলার কারণ দেখিয়ে মার্কিন দূতাবাসকে তার পাসপোর্ট প্রক্রিয়ার কাজটি সবার আগে শেষ করার অনুরোধ জানানো হয়েছিল। আজকের মধ্যেই নিজের পাসপোর্ট হাতে পেতে পারেন দ্য ফিজ। আজ রাতের মধ্যেই চেন্নাই শিবিরে যোগ দিতে পারেন প্রথম তিন ম্যাচে ৭ উইকেট শিকার করে যৌথ ভাবে আসরের দ্বিতীয় সেরা বোলার মুস্তাফিজ। তবে কলকাতা ম্যাচে তার খেলা না-খেলা নির্ভর করবে টিম ম্যানেজমেন্টের উপর। ম্যাচটি শুরু হবে রাত আটটায়।

আরও পড়ুন: রেকর্ডময় ‘সেঞ্চুরির’ ম্যাচে বিরাটের শতক ম্লান করেছেন বাটলার

ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট