Connect with us
ক্রিকেট

তবে কি আত্মসম্মান নিয়ে বিসিবি ছাড়তে চান সুজন?

Khaled mahmud sujon
খালেদ মাহমুদ সুজন। ছবি- সংগৃহীত

লম্বা সময় ধরেই বিভিন্ন দায়িত্বে বিসিবির সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। দেশীয় কোচদের মধ্যে ক্রিকেটারদের পছন্দের একজন কোচ তিনি। বর্তমান জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কাজ করছেন তিনি। গেল বিশ্বকাপেও একসঙ্গে দলের সাথে ভারত গিয়েছিলেন তারা দুজন।

তবে সেই সফরে হাথুরুর একক কর্তৃত্বের বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হয়। নিজের কাজের সীমাবদ্ধ পরিধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন সুজন। দলের সঙ্গে নিজের থাকার প্রয়োজনীয়তা আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তখন তিনি। এবার নিজের সম্মানের কথা তুলে ধরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে অনুরোধ জানিয়েছেন সুজন।

আজ রোববার মিরপুরে মুখোমুখি হন গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘পাপন ভাই আমার অধিনায়ক উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করবো। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোন সলিউশন না এখন আর। এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেইড, তাদের মধ্যে আমার না যাওয়াটাই ভালো।’ 

আত্মসম্মান ধরে রেখে সরে যেতে চান সুজন। তবে বোর্ড সভাপতির প্রতি নিজের সম্মানের কথাটাও জানান, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না। আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি রিকোয়েস্ট করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন।’

এদিন টাইগারদের প্রধান কোচকে নিয়েও মন্তব্য করেছেন তিনি। হাথুরু বিশ্বসেরা কোচ হলেও সেটা সুজনের কাছে মূল্যহীন বলেও জানান, ‘হাথুরুসিংহে হয়তো বিশ্বের সেরা কোচ হতে পারে সেটা কোনো বিষয় না আমার কাছে। আমার কাছে আমি বাংলাদেশের সম্মানিত কোচ। আমার খেলোয়াড়রা সম্মান করে। আমার একটা… আমার সম্মান আমি হারাতে চাই না।’

আরও পড়ুন: বাটলারকে টি-টোয়েন্টির সেরা ওপেনার বলছেন সাঙ্গাকারা

ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট