চলমান আইপিএলের শুরুতেই হোচট খেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধীনে প্রথম তিন ম্যাচেই হেরেছে আসরের সফলতম দলটি। অবশেষে নিজেদের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল ম্যান ইন ব্লুসরা।
রবিবার (৭ মার্চ) দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরের মাঠ ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২৩৪ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে নির্ধারিত ওভারে ২০৫ রানে থামে দিল্লির ইনিংস।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিশানের কল্যাণে দারুণ শুরু পায় মুম্বাই। উদ্বোধনীতে ৮০ রান তোলেন এই দুই ব্যাটার। এরপর রোহিত শর্মা ৪৯ রান করে আউট হয়ে যান।
নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে আসেন সূর্যকুমার যাদব। তবে দীর্ঘদিন পর খেলতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান এই বিধ্বংসী ব্যাটার। মাঝে হার্দিক পান্ডিয়া ও টিম ডেভিডের ৩২ বলে ৬০ রানের জুটিতে বড় লক্ষ্যের দিকে এগোতে থাকে মুম্বাই।
পান্ডিয়া ৩৯ করে আউট হওয়ার পর শেষদিকে রোমারিও শেফার্ডের ১০ বলে ৩৯ রানের টর্নেডো ইনিংসে ২৩৪ রানের পুজি পায় মুম্বাই। আর অপর প্রান্তে ২১ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন টিম ডেভিড। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন আক্সার প্যাটেল ও এনরিচ নরটেজে।
২৩৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানের মাথায় ডেভিড ওয়ার্নারকে হারায় দিল্লি। এরপর পৃথ্বী শ ও অভিষেক পরেল মিলে ৪৯ বলে ৮৮ রানের জুটি গড়েন। ১১০ রানের মাথায় ব্যক্তিগত ৬৬ রানে ফিরে যান পৃথ্বী শ। এরপর ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় দলটি।
শেষদিকে ট্রিস্টান স্টাবসের ২৫ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংসেও নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি দিল্লি। ২৯ রানে জয় পায় মুম্বাই। দলটির হয়ে জেরাল্ড কোয়েটজি ৩৪ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোর:
মুম্বাই ইন্ডিয়ান্স: ২৩৪/৫ (২০)
দিল্লি ক্যাপিটালস: ২০৫/৮ (২০)
ফলাফল: মুম্বাই ২৯ রানে জয়ী
আরও পড়ুন: চেন্নাইয়ের বিমান ধরলেন মুস্তাফিজ, খেলতে পারেন আগামীকালের ম্যাচ
ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৪/এমটি