চলমাম আইপিএলের প্রথম দুই ম্যাচে টানা জয় নিয়ে শুরুটা ভালোই হয়েছিল চেন্নাই সুপার কিংসের। তবে পরবর্তী দুই ম্যাচে টানা হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে গত আসরের চ্যাম্পিয়নরা। হার এড়িয়ে আজ নিজেদের পঞ্চম ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে রুতুরাজ-ধোনিদের দল। তবে এই ম্যাচে থাকছেন দলের দুই প্রধান বোলার মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা?
মুস্তাফিজ ও পাথিরানার অনুপস্থিতি শেষ ম্যাচে অনেকটা ভুগিয়েছে চেন্নাইয়ের বোলিং লাইনআপকে। যে কারণে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে নিশ্চয়ই তাদের দলে চাইবে ফ্রাঞ্চাইজিটি। এ নিয়ে কথা বলেছেন চেন্নাইয়ের বোলিং কনসালটেন্ট এরিক সিমন্স।
আজ কলকাতার বিপক্ষে মুস্তাফিজ খেলবেন কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘ফিজের খেলা নিয়ে আমরা এখনো নিশ্চিত নই। ও বাংলাদেশে গিয়েছিল পাসপোর্টের কাজে। এবার দেখা যাক কী হয়। তবে আমরা দল হিসেবে এসব পরিস্থিতির জন্য সবসময় তৈরি থাকি।’
স্লো উইকেটে মুস্তাফিজ বরাবরই ভয়ংকর। তাই সবশেষ হায়দরাবাদ ম্যাচের স্লো উইকেটে মুস্তাফিজকে অনেক মিস করেছেন চেন্নাইয়ের বোলিং কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি)। তবে এটা খেলার অংশ। সে এখানে নেই, ফলে তাকে ব্যবহারেরও সুযোগ নেই।’
এছাড়া ইনজুরির কারণে সবশেষ ম্যাচে দলে ছিলেননা আরেক পেসার মাথিশা পাথিরানা। আজও তার খেলা নিয়ে অনিশ্চিত চেন্নাই ম্যানেজমেন্ট। তিনি চেন্নাইয়ের মেডিকেল দলের পর্যবেক্ষণে রয়েছেন। সেখান থেকে সাড়া মিললেই খেলবেন আজকে।
এর আগে গত গত মঙ্গলবার (২ এপ্রিল) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিংয়ের কাজে দেশে ফেরেন মুস্তাফিজ। যার ফলে হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি তিনি। ভিসার কাজ শেষে গতকাল (রবিবার) চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন কাটার মাস্টার। সব ঠিক থাকলে আজ একাদশে দেখা যেতে পারে তাকে।
আজ রাত ৮ টায় চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
কলকাতার বিপক্ষে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজবি, এমএস ধোনী, দীপক চাহার, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা।
ইমপ্যাক্ট সাব: মঈন আলি, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী
আরও পড়ুন: গুজরাটকে হারিয়ে টানা তিন জয়ে উড়ছে লখনৌ
ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৪/এমটি