চোটের কারণে দীর্ঘদিন ধরে দলের বাইরে আছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। তবে চোট কাটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে এই গতিদানবকে। আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরতে পারেন এই ডানহাতি পেসার।
পাকিস্তান সিরিজেই আর্চারকে পেতে আশাবাদী ইংল্যান্ড। তাছাড়া আর্চারকে পুরোপুরি ফিট রাখতে ২০২৫ সাল পর্যন্ত টেস্ট থেকে বিরত রাখতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছেন ইংল্যান্ড পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি।
চোটের কারণে ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেছেন আর্চার। ভারতে গত ওয়ানডে বিশ্বকাপে দলের সঙ্গে গেলেও পুরোপুরি সেরে না ওঠায় মাঠে নামা হয়নি তার। জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন গত বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে হওয়ার জন্য চলমান আইপিএলেও থেকেও নাম সরিয়ে নেন আর্চার। বর্তমানে বার্বাডোজে ক্লাব ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে তার। সব ঠিক থাকলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলে থাকবেন তিনি।
সম্প্রতি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন বেন স্টোকস। মূলত ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়েই সবধরনের ক্রিকেটে ফিরতে চান এই অলরাউন্ডার। এর ফলে বিশ্বকাপে তাকে পাচ্ছে না ইংল্যান্ড।
আরও পড়ুন: আরব আমিরাত থেকে বাদ, সুযোগ পাচ্ছেন পাকিস্তান দলে
ক্রিফোস্পোর্টস/৮এপ্রিল২৪/এমটি