চলতি আইপিএলের শুরুটা মুস্তাফিজুর রহমানের জন্য হয়েছে স্বপ্নের মত। চেন্নাইয়ের জার্সিতে অভিষেকের পর থেকে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন তিনি। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকার করে পার্পল ক্যাপ রেখেছেন নিজের দখলে। গতকাল কলকাতার বিপক্ষে তার বোলিং নতুন করে ছড়িয়েছে মুগ্ধতা। ম্যাচ শেষে ক্রিকবাজের অনুষ্ঠানে তার প্রশংসা শোনা গেছে সাইমন ডুল এবং মাইকেল ভনের কন্ঠে।
গতকাল সোমবার (৮ এপ্রিল) চিপকে আসরের টানা তিন জয় নিয়ে উড়তে থাকা কলকাতাকে মাটিতে নামিয়ে এনেছে চেন্নাই সুপার কিংস। ৭ উইকেটে প্রতিপক্ষকে হারানোর দিন চার ওভারে ২২ রান খরচায় ২ উইকেট তুলে নেন মুস্তাফিজ। সবচেয়ে ঈর্ষণীয় ব্যাপার ছিল এই চার ওভারে ১৬ টি বল ডট দিয়েছেন কাটার মাস্টার। যেখানে তার ভেল্কিতে বারবার পরাস্ত হয়েছে আন্দ্রে রাসেল কিংবা সুনীল নারিনের মত ব্যাটার।
চেন্নাইয়ের বোলিং ইনিংস শেষে ক্রিকবাজের অনুষ্ঠানে সাবেক কিউই পেসার এবং ধারাভাষ্যকার সাইমন ডুল ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন মুস্তাফিজের বোলিং। সেখানে ব্যাখ্যা করা হয় মুস্তাফিজের কব্জির ব্যবহার। ডুল বলেন, ‘তার কব্জির অবস্থানটা অসাধারণ। সে এটা এমনভাবে করে বল লুপ করে, সুইং হয়। বল ছাড়ার সময় তার কব্জি দেখবেন, স্লোয়ারগুলো এখান থেকে (ব্যাক অব দ্য হ্যান্ড) আসে।’
মুস্তাফিজের বল খেলতে পারা ব্যাটারদের জন্য কঠিন হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে মাইকেল ভন ফিজকে তুলনা করেন লঙ্কান কিংবদন্তি স্পিনার মুরালিধরনের সঙ্গে। যেখানে ভন বলেন, ‘অনেকটা মুরালির মত। তার কব্জি, কাঁধ, কনুই… অনেকটা মুরালির মতোই।’ এরপরই আবার ডুল যোগ করেন, মুস্তাফিজের লুপিং আর সুইংয়ের কারণে তার বল খেলাটা রীতিমত অসম্ভব।
গতকাল মুস্তাফিজ পাওয়ার প্লে এবং ডেথে দুটি করে ওভার করেছেন। পাওয়ার প্লে তে যখন বাকিরা রান দিচ্ছিলেন তখন ফিজ ছিলেন বেশ কিপটে। এছাড়া ম্যাচের ১৮ এবং ২০ তম ওভারে দারুণ বোলিং উপহার দিয়েছেন এই টাইগার বোলার। এদিন ১৮ তম ওভারে আন্দ্রে রাসেল স্ট্রাইকে থাকা অবস্থায় একটি নো বল করার পরেও তাকে চারটি ডট বল দেন মোস্তাফিজ।
রাসেলকে করা ফিজের সেই ওভার প্রসঙ্গে মাইকেল ভন মন্তব্য করেন, ‘মুস্তাফিজের ওই বল সে (আন্দ্রে রাসেল) ওভাবে খেলবে কেন? তবে যেমন অ্যাঙ্গেলে বলা করা হয়েছিল, সেটা অসাধারণ। বল বারবার বেরিয়ে যাচ্ছে। সে হিট করতে পারেনি তাতে অবাক হইনি। ওটা অসাধারণ বোলিং ছিল। যে অ্যাঙ্গেলে বল করা হয়েছে… আরও বেশি বেরিয়ে যাচ্ছে।’
আরও পড়ুন: সেমিফাইনালে নাসরকে হারিয়ে হিলালের টানা ৩৫ জয়
ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৪/এফএএস