বাংলাদেশ ক্রিকেটে এক অভাগার নাম এবাদত হোসেন। ২০১৯ সালে টাইগারদের সাদা পোশাকে অভিষেকের পর দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন সিলেটের এই পেসার। এরপর ধারাবাহিক পারফরম্যান্সে সাদা বলের ক্রিকেটেও নিজের যাত্রা শুরু করেন। টেস্টের মত ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সফলতা পেতে থাকেন শুরু থেকে।
তবে গেল বছর ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে চোট পাওয়ার পর বদলে গেছে প্রেক্ষাপট। এরপর লম্বা সময়ের জন্য এবাদত ছিটকে গেছেন মাঠের বাইরে। চোটের কারণে এই ডানহাতি পেস বোলার মিস করেছেন গেল বছরের এশিয়া কাপ এবং ভারত বিশ্বকাপ। চোট কাটিয়ে উঠতে ইংল্যান্ড থেকে অস্ত্রোপচার করা হয় তার।
তবে সেই চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এবাদত। গেল কিছুদিন আগেও বল হাতে মাঠে দেখা যায় তাকে। শারীরিক অনুশীলনের পাশাপাশি বল হাতে ছুটেছেন তিনি। এরপরেই আলোচনা শুরু হয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় এবাদত আছেন কিনা তা নিয়ে। তবে এই বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
সম্প্রতি ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন দেবাশীষ, ‘এবাদতের বিশ্বকাপে ফেরার কোনো সুযোগ নেই। আমরা এটা ভাবছিও না। এই ধরনের অস্ত্রোপচারের পর ১২ মাস পর্যন্তও লাগতে পারে সুস্থ হতে। অন্তত ১০ মাস তো লাগবেই। তার অস্ত্রোপচার হয়েছিল ডিসেম্বরে। অন্তত অক্টোবর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এর আগেও হয়ত ফিরতে পারে, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা হবে না।’
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াবে আগামী ১ জুন থেকে। এবারের আসর অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে। ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
আরও পড়ুন: মুস্তাফিজের আইপিএলে ছাড়পত্র বিষয়ে যা বললেন লিপু
ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৪/এফএএস