চেন্নাই সুপার কিংসের হয়ে চলতি আইপিএল দারুণ ভাবে শুরু করেছেন মুস্তাফিজুর রহমান। প্রথম তিন ম্যাচে চলতি আসরের সর্বোচ্চ উইকেট শিকার করে ‘পার্পল ক্যাপ’ ধরে রেখেছিলেন নিজের কাছে। তবে টুর্নামেন্টে প্রথমবার মুস্তাফিজ পার্পল ক্যাপ হারিয়েছিলেন চতুর্থ ম্যাচ না খেলে দেশে ফিরে আসায়।
অবশ্য এরপরেই ফের চেন্নাইয়ের শিবিরে যোগ দিয়ে এক ম্যাচ খেলেই নিজের সেই হারানো খেতাব পুনরুদ্ধার করেছিলেন মুস্তাফিজ। চলতি আইপিএলে খেলা চার ম্যাচে মুস্তাফিজের উইকেট সংখ্যা ৯। তবে এবার এক ম্যাচ বেশি খেলে ১০ উইকেট শিকার করে মুস্তাফিজের থেকে পার্পল ক্যাপ ছিনিয়ে নিয়েছেন ইউজভেন্দ্র চাহাল।
গতকাল রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটানসের বিপক্ষে হারের ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে ৪৩ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছিলেন চাহাল। আর এতেই আসরে এখন পর্যন্ত ১০ উইকেট শিকার করে সেরা বোলারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই ভারতীয় স্পিনার।
অপরদিকে এক ম্যাচ কম খেলে মুস্তাফিজের উইকেট সংখ্যা ৯টি। যার মধ্যে চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই ৪ উইকেট তুলেছিলেন মুস্তাফিজ। এছাড়া ৮ উইকেট শিকার করে তালিকার তিন নম্বরে রয়েছেন আর্শদীপ সিং। ৭টি করে উইকেট তুলে নিয়ে পরবর্তী দুই অবস্থানে রয়েছেন যথাক্রমে খালিল আহমেদ এবং কাগিসো রাবাদা।
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আইপিএলের মাঝপথে দেশে ফিরে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। এক ম্যাচ মিস দিয়ে পরবর্তী কলকাতা ম্যাচ থেকে ফের দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। আসন্ন ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার ছাড়পত্র রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের।
আরও পড়ুন: পিছিয়ে থাকা মায়ামিকে সেমিতে তুলতে ব্যর্থ মেসি
ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৪/এফএএস