টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বেশ কিছুদিন আগেই নিজের অবসর ঘোষণা করেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি দলের সঙ্গে না থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তিনিও রাখছেন দলের খোঁজখবর। আসন্ন বিশ্ব টুর্নামেন্টে ভালো করবে বাংলাদেশ দল তেমনটাই বিশ্বাস করেন মুশফিক।
আগামী (১ জুন) থেকে মাঠে গড়াবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারের টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে। ইতোমধ্যে বিশ্বকাপ ভেন্যুর ভিসা প্রক্রিয়ার কাজ শেষ করেছে টাইগার ক্রিকেটাররা। এখন মাঠের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ।
গতকাল নিজ শহর বগুড়ায় ঈদ উদযাপনের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মুশফিকুর রহিম। সেখানে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ চেষ্টা করছে সবাই যার যার দিক থেকে। আশা করছি, সবাই সেভাবেই প্রস্তুতি নিবে। এবং ইনশাআল্লাহ আশা করি, সামনে যে বিশ্বকাপ আছে সেখানে বাংলাদেশ দল ভালো করবে।’
এছাড়া মুশফিক ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিয়েছেন মানবিক বার্তা, ‘আশা করব, সবাই যার যার পরিবার, আত্মীয়স্বজন নিয়ে ঈদ করবেন। সবাই যেন নিরাপদে ঈদ উদযাপন করেন ও গরীব-অসহায় মানুষ আছেন যারা, তাদের সবার দিকে খেয়াল রাখবেন। এবং সবার সুখ ও সমৃদ্ধি কামনা করে আমি দোয়া করি, আমাদের জন্যও দোয়া করবেন।’
উল্লেখ্য, আগামী ৮ জন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে সাকিব-শান্তরা।
আরও পড়ুন: আইপিএলে লজ্জার এক রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল
ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৪/এফএএস