Connect with us
ক্রিকেট

মুস্তাফিজের সামনে নতুন দুই রেকর্ড গড়ার সুযোগ

Mustafizur Rahman- CSK
মুস্তাফিজুর রহমান। ছবি- সিএসকে

চলতি আইপিএল যেন স্বপ্নের মত শুরু করেছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেকের পর থেকে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন এই বাংলার কাটার মাস্টার। টুর্নামেন্টে খেলা চার ম্যাচে এখন পর্যন্ত তিনি নিয়েছেন চলতি আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট। যেখানে লম্বা সময় আসরের পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছিলেন ফিজ।

তবে এবারই নিজের সেরা ছন্দে রয়েছেন মুস্তাফিজ তেমনটা নয়। কেননা ২০১৬ সালে আইপিএলে অভিষেক হওয়ার পর সে বছরই সকলের নজর কেড়েছিলেন তিনি। কোন বাংলাদেশী বোলার হিসেবে সেই আসরে সর্বোচ্চ ১৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন ফিজ। পাশাপাশি সেই আসরে জিতে ছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।

বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে নিয়মিত আইপিএল খেলে থাকেন মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। ২০১৮ সালে এক মৌসুমে সাকিবের রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট নেওয়ার কীর্তি। ২০২১ সালে মুস্তাফিজুরও সমান সংখ্যক উইকেট শিকার করেছিলেন আইপিএলের এক মৌসুমে।

তবে এবার মুস্তাফিজের সামনে রয়েছে নিজের রেকর্ড ভাঙার সুযোগ। চলতি আইপিএলে আরও ৯ টি উইকেট তুলতে পারলেই ২০১৬ সালে গড়া নিজের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ভেঙে নতুন কীর্তি করবেন তিনি। শুধু তাই নয়, মুস্তাফিজের সামনে রয়েছে সাকিব আল হাসানের এক রেকর্ড ভাঙারও সুযোগ।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭১ ম্যাচ খেলে ৬৩ উইকেট শিকার করেছেন সাকিব। অপরদিকে এখন পর্যন্ত নিজের খেলা ৫২ ম্যাচে ৫৬ উইকেট তুলে নিয়ে বাংলাদেশী বোলারদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান। যেখানে আর মাত্র ৮ টি উইকেট পেয়ে গেলেই সাকিবকে পেছনে ফেলবেন তিনি।

অবশ্য রেকর্ড দুটি গড়া মোটেও সহজ হবে না মুস্তাফিজ রহমানের জন্যে। কেননা বর্তমান আইপিএলে আর বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না কাটার মাস্টার। জাতীয় দলের হয়ে খেলতে দ্রুতই দেশে ফিরতে হবে তাকে। ফ্রাঞ্চাইজিটি খেলার ছাড়পত্র ফিজ পেয়েছেন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

সেক্ষেত্রে চলমান আইপিএলে আর মাত্র চার ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ। যার মধ্যে দুটি ম্যাচ চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজ খেলবেন প্রতিপক্ষের ঘরের মাঠে। তাই এবার দেখার বিষয় প্রথম চার ম্যাচে যেমন অগ্নিঝরা বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন এই কাটার মাস্টার, সেই ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারেন কিনা পরবর্তী চার ম্যাচে।

আরও পড়ুন: ‘পার্পল ক্যাপ’ থেকে আরও দূরে সরে গেলেন মুস্তাফিজ

ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট