লম্বা সময় চোটের কারণে মাঠের বাইরে থাকার পর আইপিএল দিয়ে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছেন সূর্যকুমার যাদব। মাঠে ফিরেই দিল্লির বিপক্ষে কোন রান না করেই আউট হওয়ার পর অনেকেই হয়তো ভাবছিলেন পুরনো ছন্দ হারিয়েছেন তিনি। তবে পরের ম্যাচেই নিজের আইপিএল ক্যারিয়ারে দ্রুততম ফিফটি তুলে নিয়েছেন সূর্যকুমার।
গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেয়া ১৫৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট এবং ২৭ বল হাতে রেখেই আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন জবাব দিতে নেমে মুম্বাইয়ের হয়ে মাত্র ১৭ বলেই অর্ধশতক করেছেন সূর্যকুমার।
গেল কয়েক মাস যাবত ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এই ভারতীয় ব্যাটার। ম্যাচ জয়ের পর গতকাল আইপিএলের অফিসিয়াল পেইজে দেওয়া এক সাক্ষাৎকারে পুনর্বাসন কালের কঠিন সময়ের কথা তুলে ধরেন সূর্যকুমার যাদব। যেভাবে পুনর্বাসন কেন্দ্রের সময় কেটেছে তার সেটিও বর্ণনা করেছেন তিনি।
সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, ‘শেষ তিন মাস কেমন কেটেছে, বর্ণনা করা একটু কঠিন। এটা আমাকে ব্যক্তি ও অ্যাথলেট হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছে। প্রথম দুই-তিন সপ্তাহের পুনর্বাসনে একই কাজ বারবার করতে হওয়ায় একঘেয়েমি পেয়ে বসেছিল। চতুর্থ ও পঞ্চম সপ্তাহ থেকে আমি উপলদ্ধি করি, সামনে এগিয়ে যেতে এগুলো গুরুত্বপূর্ণ। আমি কীভাবে ফিরতে চাই, সেই সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’
পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে পরিবর্তন করারও কথা উল্লেখ করেন তিনি, ‘যখন আমার স্ত্রী ও এনসিএর লোকজনের সঙ্গে কথা বলতাম, তখন তারা বলত, এটা হতে হবে আমার দ্বিতীয় সংস্করণ। মাঠে যখন ফিরব, তখন আমি হবো আগের চেয়ে একটু আলাদা। আমি ছোট ছোট কাজগুলো শুরু করি। যেমন, যথা সময়ে ঘুমানো, ভালো ডায়েট মেনে চলা।’
তিনি আরও বলেন, ‘এর আগে আমি কখনও কোনো বই পড়িনি, সেটাও শুরু করি। সকালে ঘুম থেকে উঠে পুনর্বাসন কেন্দ্রে ভালো সময় কাটাই। সবকিছুর দিকে মনোযোগ দিই। নিজেকে, নিজের মতিষ্ক ও শরীরকে পুনর্বাসনের সঙ্গে সম্পৃক্ত করি। এগুলো আমাকে দ্রুত সেরে উঠতে সাহায্য করেছে, কারণ আমি একসঙ্গে দুই-তিনটি সমস্যায় ভুগছিলাম।’
আরও পড়ুন: মুস্তাফিজের সামনে নতুন দুই রেকর্ড গড়ার সুযোগ
ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৪/এফএএস