ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসালেন তার সাবেক গুরু অ্যালান ডোনাল্ড। জাতীয় দলের হয়ে সম্প্রতি খুব একটা ভালো সময় না কাটালেও আইপিএলে নিজের পুরোনো রূপে দেখা দিয়েছেন কাটার মাস্টার। এ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন।
এমনকি প্রতিটি উইকেটের পেছনে ১৫ রানেরও কম খরচ করেছেন এই টাইগার পেসার। পুরোনো শীষ্যের এমন অনবদ্য বোলিং দেখে তাকে নিয়ে প্রশংসা ঝরালেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের বোলিং কোচের দায়িত্বে থাকা এই প্রোটিয়া ক্রিকবাজের সঙ্গে আলোচনায় বলেন, ‘মুস্তাফিজকে এখন দেখে মনে হচ্ছে, সে তার ক্রিকেটটা উপভোগ করছে। তার বোলিং দেখে তাকে অনেক আত্মবিশ্বাসী লাগছে। বোলিংয়ে সে বৈচিত্র্যের সাথে গতিও ফিরে পেয়েছে। ফিজের বোলিং বেশ নিয়ন্ত্রিত লাগছে। ও খুব ভালো ছন্দে আছে।’
নতুন বলে কাটার মাস্টারের কার্যকারিতা নিয়ে এই প্রোটিয়া বলেন, ‘ফিজ নতুন বলে খুব ভালো করছে। বল যেমন ভেতরের দিকে করতে পারছে, আবার বাইরের দিকেও করতে পারছে। ওর থেকে ওর দল সব সময় এমন বোলিংই তো আশা করে।’
টাইগার পেসারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে ডোনাল্ড বলেন, ‘মুস্তাফিজ ভালো বোলিং করলে তখন তার বল সুইং করে দেরিতে এবং তার গতি ভালো থাকে। বিশ্বকাপে এর ঝলক দেখা গেলেও সে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। এমনটা হতেই পারে তবে ট্রেনিংয়েও আমি আর ফিজ এটা নিয়ে কাজ শুরু করেছিলাম। এখন খেয়াল করলে দেখবেন, স্লোয়ারে সে খুব নিয়ন্ত্রণ এনে ফেলেছে। আমরা এটা নিয়েই কাজ করেছিলাম।’
আগামীকাল রাত ৮ টায় হাইভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ধোনি-মুস্তাফিজদের চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন: শেষ হতে চলছে হাথুরুর বাংলাদেশ অধ্যায়?
ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৪/এমএস/এমটি