ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির ক্লাবের হয়ে অবাক করার মত একটি রেকর্ড রয়েছে। সেটা হলো, সিটিজেনদের হয়ে গত এক বছরে খেলেছেন এমন ম্যাচে হারের মুখ দেখতে হয়নি তাকে। কিন্তু সিটির হয়ে টানা খেলার ধকল পেয়ে বসেছে এই স্প্যানিয়ার্ডকে। আর তাই সিটি বস পেপ গার্দিওলা এবার রদ্রির উপর থেকে চাপ কিছুটা কমাতে চান।
আর এজন্য তার বিকল্প হিসেবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকেতার উপর নজর সিটি বসের। যদিও এবারই প্রথম নয়, গত মৌসুমে পাকেতাকে তো প্রায় দলে ভিড়িয়েই ফেলেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু নানা জটিলতায় সেবার চুক্তিটি আলোর মুখ দেখেনি কিন্তু এবার এই ব্রাজিলিয়ানকে দলে ভেড়াতে বদ্ধপরিকর সিটিজেনরা।
লুকাস পাকেতা নিজেও বর্তমান ক্লাব ছেড়ে নতুন ঘরের সন্ধানে আছেন। আর সিটিও সেই সুযোগের অপেক্ষাতেই রয়েছে। ফুটবলের দল-বদলে সবচেয়ে বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘ম্যান সিটি ও লুকাস পাকেতার মধ্যে ব্যক্তিগত চুক্তিতে কোন প্রকার সমস্যা হবে না।’ কিন্তু জুন মাসের পরে তাকে দলে ভেড়াতে গেলে ক্লাবের সঙ্গে চুক্তিতে থাকা ৮৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে ম্যানচেস্টার সিটিকে। আর এখানেই আপত্তি ইংলিশ চ্যাম্পিয়নদের।
যদিও সিটির তরফ থেকে প্রস্তাব করা অর্থে অঙ্ক বেশ বড়। গত মৌসুমেই ৭০ মিলিয়নের প্রস্তাব পাঠানো সিটি এবার হয়তো আরও কিছু বাড়াবে তারা। কিন্তু এই ব্রাজিলিয়ানের বর্তমান ক্লাব ওয়েস্ট হ্যাম তাকে ১০০ মিলিয়ন ডলারের কমে ছাড়তে একদমই রাজি নয়।
উল্লেখ্য, বেটিং কেলেঙ্কারিতে এই ব্রাজিলিয়ানের নাম ওঠায় তার বিরুদ্ধে তদন্তে নেমেছে এফএ। যদিও তিনি শুরু থেকেই অস্বীকার করে আসছেন, এমনকি তদন্তপর স্বার্থে নিজের মোবাইলও দিয়ে দিতে রাজি ছিলেন এই তারকা। মূলত এই তদন্তের কারণেই গত মৌসুমে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে ভেড়াতে সমর্থ হয়নি ম্যান সিটি। তবে এবার তদন্ত শেষেই হয়তো আনুষ্ঠানিকভাবে তার জন্য বিড করবে ক্লাবটি। বর্তমানে ওয়েস্ট হ্যামে ডেভিড ময়েসের অধীনে নানা পজিশনে খেললেও লুকাস পাকেতাকে নাম্বার টেন এবং মাঝমাঠের বাম পাশে বেশি ভূমিকা রাখতে দেখা যাচ্ছে।
এবার দেখার পালা, আসন্ন দল-বদলে পেপ গার্দিওলা পাকেতাকে দলে ভেড়াতে পারে কি না।
আরও পড়ুন: নেইমারকে ছাড়াই শিরোপা উৎসবে মাতলো আল হিলাল
ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৪/এমএস/এমটি