যুবরাজ সিং ও কাইরন পোলার্ডের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার রেকর্ড গড়লেন নেপালের দ্বীপেন্দ্র সিং আইরে।
শনিবার (১৩ এপ্রিল) কাতারের বিপক্ষে এশিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার কাপের এক ম্যাচে এমন কীর্তি গড়েন দীপেন্দ্র সিং।
ওমানের এইআই আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে নেপাল। ১৪ তম ওভারে দলীয় ১২০ রানের মাথায় তৃতীয় উইকেট পতনের পর ব্যাট হাতে আসেন দীপেন্দ্র সিং। মাঠে নেমেই ঝোড়ো গতিতে প্রথম ১৫ বলে ২৮ রান করেন তিনি। পরের ৬ বলে ইতিহাসের পাতায় নাম লেখান এই বিধ্বংসী ব্যাটার
ইনিংসের ২০ তম ওভারে বল করতে আসেন কাতারের কামরান খান। তার ওভারে ৬ ছক্কা হাকিয়ে যুবরাজ সিং ও কাইরণ পোলার্ডের পাশে নাম লেখান তিনি। শেষ পর্যন্ত ২১ বলে ৩০৪.৭৬ স্ট্রাইকরেটে ৬৪ রান করে অপরাজিত ছিলেন।
এর আগেও টি-টোয়েন্টিতে আরেকটি রেকর্ডে নাম লিখিয়েছেন এই নেপালি। ২০২৩ এশিয়ান গেমসে মাত্র ৯ বলে ফিফটি করে যুবরাজ সিংয়ের ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে গড়া ১২ বলের ফিফটির রেকর্ড ভেঙে দেন তিনি।
দীপেন্দ্রর এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর ২১০ রানের বিশাল পুজি পায় নেপাল। পাহাড়সম এই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ১৭৮ রানে থামে কাতারের ইনিংস।
আরও পড়ুন: মুস্তাফিজ তার হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে: অ্যালান ডোনাল্ড
ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৪/এমটি