Connect with us
ক্রিকেট

শেষ হচ্ছে মুস্তাফিজের আইপিএল পর্ব, ঘনিয়ে আসছে শর্তের তারিখ

mustafiz ipl chennai
এবারের আইপিএলে দুইবার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে চমক দেখিয়েছেন মুস্তাফিজ। ছবি- এনডিটিভি

মাত্র দুই কোটি টাকায় দল পেয়ে এবারের আইপিএলে দুইবার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ‘পার্পল ক্যাপ’ মাথায় পরেছেন দুইবার। আসরের শুরু থেকেই নিজের ঝলক দেখাচ্ছেন ফিজ! কিন্তু এই ঝলক আর বেশিদিন দেখাতে পারবেন না কাটার মাস্টার। কেননা শেষ হচ্ছে মুস্তাফিজের এ বছরের আইপিএল অধ্যায়, ঘনিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির দেয়া এনওসির শর্তের তারিখ।

দল জেতানো ইনিংস খেলা মুস্তাফিজকে পুরো মৌসুমের জন্য পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। বিসিবির দেওয়া অনাপত্তিপত্র বা এনওসির শর্ত অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকতে পারবেন এই বাঁহাতি পেসার। এরপর তাকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার জন্য দেশে ফিরতে হবে। তাই ৩০ এপ্রিলের পর আর এবারের আইপিএলে দেখা যাবে না ফিজকে। তবে এর আগে এখনো ৪টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে ফিজের সামনে।

৩০ এপ্রিলের আগে চেন্নাই সুপার কিংস খেলবে ৪টি ম্যাচ। আজ ১৪ এপ্রিল প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস , লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুটি ম্যাচ আগামী ১৯ ও ২৩ এপ্রিল এবং ফিজের সাবেক ক্লাব হায়দরাবাদের সঙ্গে খেলা আগামী ২৮ এপ্রিল। প্রতিটা ম্যাচের একাদশে থাকলে এই ৪ ম্যাচ খেলে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। বাকি ৪ ম্যাচের একাদশে সুযোগ পেলে মুস্তাফিজের উইকেট সংখ্যা বেশ নজরকাড়াই হতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ। আমন্ত্রণ জানিয়েছে মধুর প্রতিপক্ষ জিম্বাবুয়েকে। আগামী ২৮ এপ্রিল পাঁচটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ৩ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ৩ মে প্রথম টি-টোয়েন্টি এবং বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। আগামী ১০ ও ১২ মে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

আরও পড়ুন: মেসি গোল করলেন-করালেন, ৫ ম্যাচ পর জয়ের মুখ দেখল মায়ামি

ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৪/এজেড

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট