Connect with us
ফুটবল

আজকে জিতলেই ইতিহাস গড়বে লেভারকুসেন

Leverkusen will make history if they win today
ইতিহাসে প্রথমবারের মত বুন্দেসলিগার শিরোপা ঘরে তুলবে লেভারকুসেন। ছবি- সংগৃহীত

বায়ার্ন মিউনিখের দীর্ঘ ১১ বছরের দাপট ভেঙে বুন্দেসলিগার শিরোপা জিততে আর মাত্র আজকের দিনের অপেক্ষা বায়ার লেভারকুসেনের। জাবি আলোনসোর অধীনে চলতি মৌসুমে রীতিমতো উড়ছে জার্মানির মধ্যম সারির দলটি। আজকে ঘরের মাঠে ওয়ের্ডার ব্রেমেনকে হারালেই ইতিহাসে প্রথমবারের মত বুন্দেসলিগার শিরোপা ঘরে তুলবে লেভারকুসেন।

এর আগে গতকাল রাতেই অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল জাবি আলোনসোর দলের। কিন্তু সেজন্য গতকাল রাতে (শনিবার) কোলনের বিপক্ষে হারতে হতো বায়ার্ন মিউনিখকে। লিগে টানা দুই ম্যাচ হারলেও গতকাল কোলনকে ২-০ গোলে হারিয়ে লেভারকুসেনের অপেক্ষা আরও এক দিন বাড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচটিতে প্রথমার্ধে কোন দলই গোলের দেখা না পেলেও বিরতির পর বায়ার্নের রাফায়েল গেরেরো ও থমাস মুলারের লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।

আগেই লিগ শিরোপা হাতছাড়া প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় এখন চ্যাম্পিয়নস লিগ জয়ে পুরো মনোযোগ বায়ার্ন কোচ থমাস টুখেলের। গেল সপ্তাহে আর্সেনালের মাঠে ২-২ গোলে ড্র করে আসা বাভারিয়ানরা ঘরের মাঠে জিতলেই ইউসিএলের সেমিফাইনালে চলে যাবে। সেটি মাথায় রেখেই গতকাল দল সাজিয়েছিলেন টুখেল।

গতকাল জয়ের পর ২৯ ম্যাচ শেষে বাভারিয়ানদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৩। অপরদিকে এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে লেভারকুসেন। আজকে রাতের ম্যাচ জিতে গেলেই ৫ ম্যাচ বাকি থাকতে ইতিহাস গড়বে জাবি আলোনসোর লেভারকুসেন।

আরও পড়ুন: মেসি গোল করলেন-করালেন, ৫ ম্যাচ পর জয়ের মুখ দেখল মায়ামি 

ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল