আইপিএলের চলমান আসরে দারুণ শুরু পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসরের প্রথম তিন ম্যাচে টানা জয় পেয়েছে দলটি। এরপর নিজেদের চতুর্থ ম্যাচে এসে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারলেও পঞ্চম ম্যাচে লখনৌকে হারিয়ে আবারো জয়ে ফিরেছে শ্রেয়াস আয়ারের দল।
শনিবার (১৪ এপ্রিল) নিজেদের পঞ্চম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে টস জিতে লখনৌকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কলকাতা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৬১ রান সংগ্রহ করে লখনৌ। জবাবে ২৬ বল ও ৮ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নেয় কলকাতা
এদিন ১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকে ঝড় তুলেন ফিল সল্ট। দলীয় ২২ রানে সুনীল নারিন ও ৪২ রঘুবংশী ফিরে গেলে শ্রেয়াস আয়ারকে নিয়ে দলের হাল ধরেন সল্ট। আয়ারের সঙ্গে সল্টের ৭৬ বলে ১২০ রানের জুটিতে মাত্র ১৫.২ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।
সল্ট ৪৭ বলে ৮৯ এবং আয়ার ৩৮ রান করে অপরাজিত ছিলেন। লখনৌর হয়ে ২টি উইকেট শিকার করেন মহশিন খান।
এর আগে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের ৩৯ আইয়ুশ বাদনির ২৯, নিকোলাস পুরানের ৪৫ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৬১ রান সংগ্রহ করতে সক্ষম হয় লখনৌ।
কলকাতার হয়ে মিচেল স্টার্ক ৩ টি এবং চারজন বোলার ১টি করে উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন: ভারতের বিশ্বকাপ দলে হার্দিকের জায়গা হবে?
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৪/এমটি