ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ে লিভারপুল-সিটি-আর্সেনালের লড়াই দিন দিন জমে উঠছে। একবার আর্সেনাল এগিয়ে যায় তো আরেকবার ম্যানচেস্টার সিটি কিংবা লিভারপুল। এই তিন জায়ান্টের লড়াইয়ে গত কয়েকদিন ধরেই এগিয়ে ছিল লিভারপুল। তবে এবার ঘরের মাঠে নিচু সারির দলের সঙ্গে হেরে শিরোপা জয়ের দৌড়ে পিছিয়ে গেল অলরেডরা।
শনিবার (১৪ এপ্রিল) ইপিএলের ৩৩তম রাউন্ডের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হয় লিভারপুল। ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে ১-০ গোলের হার সঙ্গী হয়েছে ইয়ুর্গেন ক্লপের দলের।
এদিন এনফিল্ডে ম্যাচের ১৪ মিনিটেই পিছিয়ে যায় লিভারপুল। তাইরিখ মিচেলের বাড়ানো বল এলিসন বেকারকে ফাঁকি দিয়ে জালে জড়ান এবেরেছি এজে। এরপর একাধিক আক্রমণ করেও সফরকারীদের জালে বল জড়াতে পারেনি অলরেডরা। ফলে ১-০ গোলের হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।
এতদিন ইপিএলের শিরোপা জয়ে হট ফেভারিট থাকা লিভারপুল শেষ দুই ম্যাচেই হোচট খেয়েছে। প্রথমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র, তারপর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে পুরো তিন পয়েন্ট খোয়ালো দলটি। আর তাতে এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।
৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিটিজেনরা। সমান ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে তিনে ইয়ুর্গেন ক্লপের দল।
আর এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আর্সেনাল। আজ ঘরের মাঠে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে মিকেল আর্তেতার দলটি। এই ম্যাচে জয় অথবা ড্র করলেই শীর্ষে উঠে যাবে গানাররা।
আরও পড়ুন: মেসি গোল করলেন-করালেন, ৫ ম্যাচ পর জয়ের মুখ দেখল মায়ামি
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৪/বিটি/এসএ