চলমান আইপিএল খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে এবার সেটা বৃদ্ধি করেছে বিসিবি।
৩০ এপ্রিল পর্যন্ত ছুটি থাকায় ২৮ তারিখে তার দল চেন্নাই সুপার কিংস ও হায়দরাবাদের ম্যাচ খেলেই দেশে ফিরতে হতো মুস্তাফিজকে। তবে এবার ছুটি বাড়ানোয় আরো একটি ম্যাচ বেশি খেলতে পারবেন কাটার মাস্টার।
আগামী ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে একটি ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের। সে ম্যাচে খেলেই দেশে আসার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ। অর্থাৎ ২ তারিখে দেশে ফিরবেন তিনি।
এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, মুস্তাফিজ ৩০ তারিখে ফিরে আসার কথা ছিল। কিন্তু ওকে আমরা ১ তারিখের ম্যাচ খেলে ফেরার অনুমতি দিয়েছি। সে দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে।’
আগামী ৩ মে থেকে ১২ মে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজে মুস্তাফিজকে সবগুলো ম্যাচের জন্য দলে চায় বোর্ড। আর এজন্যই পুরো আসরের জন্য তাকে এনওসি দেয়নি বিসিবি।
তবে বিসিবি পরিচালক আকরাম খান মনে করছেন মুস্তাফিজক আইপিএলের পুরো আসর খেলার অনাপত্তিপত্র দেয়া উচিৎ। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, ‘মুস্তাফিজ যে ধরণের প্লেয়ার তাকে যদি আপনি ঠিকমতো ব্যবহার করতে পারেন তাহলে শতভাগ লাভ হবে। যেটা ধোনির দল (চেন্নাই সুপার কিংস) করছে। জিম্বাবুয়ে সিরিজের চেয়ে৷ ওখানে (আইপিএল) খেললে সে বেশি কিছু শিখতে পারবে।’
চলতি আইপিএলে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন কাটার মাস্টার।
আরও পড়ুন: মুস্তাফিজের দুর্দান্ত ক্যাচ, চেন্নাইয়ের চতুর্থ জয়
ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৪/বিটি