থাইল্যান্ডের ২১ তম ব্যাংকক চেস ক্লাব ওপেনে এবার বড় চমক দেখিয়েছে বাংলাদেশ। দেশটির হুয়া হিন জেলায় অনুষ্ঠিত এবারের আসরে ভারতের গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুকে হারিয়ে দিয়েছে বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড়। গতকাল (সোমবার) তৃতীয় রাউন্ডের খেলায় রুই-লোপেজ পদ্ধতিতে ৭০ চালে ললিত বাবুকে পরাজিত করেন এই বাংলাদেশি।
বাংলাদেশ নৌবাহিনীর এই ফিদে মাস্টার তিন খেলায় পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করেছেন। এর মাধ্যমে আসরটিতে একমাত্র বাংলাদেশি হিসেবে ১২ জনের সঙ্গে মিলিতভাবে শীর্ষস্থান ধরে রেখেছেন মনন রেজা।
তিনি ছাড়াও আরও চার জন আসরটিতে অংশগ্রহণ করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। বাকি চার জন হলেন ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার নাইম হক ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব থেকে তাসরিক সায়হান।
তিন খেলায় তৈয়বুর রহমানের সংগ্রহ দুই পয়েন্ট, আবু সুফিয়ান শাকিল ও নাইম হক দেড় পয়েন্ট করে অর্জন করেছেন। অন্যদিকে ভারতের তানিশ রাগাভানের কাছে হেরে যাওয়া তাসরিক সায়হান কোন পয়েন্ট পাননি।
তৃতীয় রাউন্ডে এসে ফিদে মাস্টার তৈয়বুর হারিয়েছেন ভারতের বসন্ত কুমার রাজেসকে। অপরদিকে রাশিয়ার বাবাক ইউলিয়া রোহল্যান্ডের সঙ্গে ড্র করেছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান। এছাড়া তাসরিক সায়হান ছাড়াও তৃতীয় রাউন্ডে হারের মুখ দেখেছেন নাইম হক। ভারতীয় গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহের কাছে হেরেছেন নাইম।
আরও পড়ুন: বিশ্বকাপে সমর্থকদের বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর
ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৪/এমএস/বিটি