Connect with us
ফুটবল

মেসি-রোনালদোর মধ্যে সবচেয়ে বেশি হ্যাটট্রিক কে করেছেন? 

Cristiano Ronaldo and Lionel Messi
ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

মেসি নাকি রোনালদো, কে সেরা? এমন প্রশ্নে ফুটবল অঙ্গণে তর্ক-বিতর্কের শেষ নেই৷ কারো চোখে লিওনেল মেসিই দুনিয়ার শ্রেষ্ঠ ফুটবলার৷ কারণ কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ফুটবলের সম্ভাব্য সবকিছুই জিতেছেন তিনি৷ আবার কারো চোখে ক্রিস্টিয়ানো রোনালদো সেরার তকমা পেয়ে থাকেন৷ তবে ফুটবলের সেরার প্রশ্নের বিতর্ক বাদ দিলে দুজনেই ফুটবলকে নানাভাবে সমৃদ্ধ করেছেন৷ 

নিজ দল কিংবা ক্লাবের দুজনেই পার করেছেন নিজেদের সেরা সময়৷ বর্তমানে দুজন দুই মহাদেশে। তবুও ফুটবলীয় আলোচনার টেবিলে তাদের আবেদন একটুও কমেনি৷ ক্যারিয়ারে নানা ক্ষেত্রে লিওনেল মেসি রোনালদোকে টপকে গেলেও গোল সংখ্যা ও হ্যাটট্রিকের দিক থেকে এখনো পিছিয়ে তিনি৷ 

দীর্ঘদিন ধরে ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ হ্যাটট্রিক করা ফুটবলারদের তালিকার নেতৃত্ব দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোটা ক্যারিয়ারে তাঁর এখন পর্যন্ত হ্যাটট্রিকের সংখ্যা ৬৫টি৷ অন্যদিকে তাঁর অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির হ্যাটট্রিকের সংখ্যা ৫৭টি৷

দুজনের একসঙ্গে এখন হ্যাটট্রিক রয়েছে ১২১টি। ফুটবল দুনিয়ায় এই দুজনের চেয়েও আর কোনো ফুটবলারের এতো হ্যাটট্রিক নেই। তালিকার তিনে থাকা রবার্ট লেওয়াডস্কির ৩১ ও চারে থাকা লুইস সুয়ারেজের হ্যাটট্রিকের সংখ্যা ৩০টি৷ 

ক্রিস্টিয়ানো রোনালদোর যত হ্যাটট্রিক 

হ্যাটট্রিককে মোটামুটি নিজের সহজাত খেলার ঢঙে পরিণত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি সৌদি প্রো লীগে তিন দিনে করেছেন দুই হ্যাটট্রিক৷ গোটা ক্যারিয়ারে দেশের হয়ে কিংবা কোন ক্লাবের হয়ে কতগুলো হ্যাটট্রিক করেছেন সেই সংখ্যার খেলাটা এবার দেখা যাক- 

পর্তুগাল 

নিজ দেশের হয়ে রোনালদোর হ্যাটট্রিকের সংখ্যা ১০টি৷ পর্তুগালের হয়ে তাঁর গোলের সংখ্যা এখন পর্যন্ত ১২৮টি। পর্তুগালের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পান ২০১৩ সালে৷ বিশ্বকাপ বাছাইয়ে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জিতে পর্তুগাল৷ ওই ম্যাচে রোলানদোর পা থেকে আসে জাতীয় দলের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক৷ সর্বশেষ হ্যাটট্রিকও পেয়েছেন বিশ্বকাপ বাছাইয়ে৷ ২০২১ সালে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের হয়ে ১০তম হ্যাটট্রিক করেন রোনালদো৷

Cristiano Ronaldo

লুক্সেমবার্গের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিক।

ম্যানচেস্টার ইউনাইটেড 

প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর হ্যাটট্রিকের সংখ্যা ৩টি৷ শুরুটা করেছিলেন ২০০৮ সালে নিউক্যাসেলের বিপক্ষে৷ ওই ম্যাচে ৬-০ গোলের ব্যবধানে জয় পায় রেড-ডেভিলসরা৷ রোনালদোর পা থেকে আসে ৩ গোল৷ দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর ২টি হ্যাটট্রিকের দেখা পান। ২০২২ সালে টটেনহ্যাম ও নরউইচ সিটির বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি৷ 

রিয়াল মাদ্রিদ 

ক্লাব ক্যারিয়ারে নিজের সোনালী সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে৷ মাদ্রিদের শ্বেত জার্সি গায়ে রোনালদো ৪৪টি হ্যাটট্রিক করেছেন। ২০১০ থেকে শুরু হয় তাঁর হ্যাটট্রিকের পথচলা। এর মধ্যে সেভিয়া, অ্যাতলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের বিপক্ষেও রয়েছে তাঁর হ্যাটট্রিক। 

জুভেন্টাস 

জুভেন্টাসের হয়ে হ্যাটট্রিকের শুরুটা করেছিলেন ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লীগে৷ অ্যাতলেটিকো মাদ্রিদের রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলে জয় পায় জুভেন্টাস। এরপর ২০২০ ও ২০২১ সালে করেন আরো দুটি হ্যাটট্রিক৷ 

আল-নাসর

সম্প্রতি সৌদি প্রো লীগে আবহা’র বিপক্ষে নিজের ৬৫তম হ্যাটট্রিক করেন রোনালদো৷ সবমিলিয়ে আল-নাসরের হয়ে এটি পঞ্চম হ্যাটট্রিক৷ এর আগে আল-তাই, আল-ওয়েহদা, দামাক ও আল-ফাতেহ এর বিরুদ্ধে হ্যাটট্রিক পেয়েছেন তিনি৷ 

Cristiano Ronaldo

ক্রিস্টিয়ানো রোনালদো।

লিওনেল মেসির যত হ্যাটট্রিক 

ক্লাব ও জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি এখন পর্যন্ত ৫৭টি হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। এর মধ্যে বার্সেলোনার হয়ে লা-লীগায় সর্বোচ্চ হ্যাটট্রিক করেছেন ৩৬টি। জাতীয় দলের জার্সি গায়ে হ্যাটট্রিক করেছেন ৯টি৷ 

লিওনেল মেসির ক্যারিয়ারের অন্যতম সেরা হ্যাটট্রিক ছিল ২০১০ সালের চ্যাম্পিয়ন্স লীগে। ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে ৪-১ গোলে বার্সেলোনা জয় পাওয়ার দিনে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি৷ ওই ম্যাচে চারটি গোলই আসে লিওনেল মেসির পা থেকে৷ 

Lionel Messi

লিওনেল মেসি।

বর্তমানে বুন্দেসলীগার চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেনের বিপক্ষেও ক্যারিয়ারের অন্যতম সেরা হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। এটিও ছিল চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ৷ ২০১২ সালে লেভারকুসেনকে ৭-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা৷ ওই ম্যাচে হ্যাটট্রিকসহ লিওনেল মেসি করেন ৫ গোল৷ 

লা লিগা৩৬
চ্যাম্পিয়ন্স লিগ
স্প্যানিশ সুপার কাপ
কোপা দেল রে
জাতীয় দল

আরও পড়ুন: রিজওয়ানের সামনে বাবর-কোহলির রেকর্ড ভাঙার হাতছানি

ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৪/টিএইচ/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল