Connect with us
ক্রিকেট

কেন পাকিস্তানের লেগি সাকিব-মিরাজদের দায়িত্ব পেলেন?

Bangladesh's new spin coach Mushtaq Ahmed
পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে রঙ্গনা হেরাথের স্থলাভিষিক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। এবারই প্রথমবারের মতো কোনো লেগ স্পিনারকে কোচ হিসেবে পাচ্ছেন সাকিব-মিরাজরা।

এর আগে কোনো লেগ স্পিনার দিয়ে কাজ না করালেও এবার কেন লেগ স্পিনারকে কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি? আজ (বুধবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রশ্নের উত্তরসহ নতুন এই কোচকে নিয়োগ প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস।

দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এই পাকিস্তানিকে নিয়োগ দেয়নি বিসিবি। মূলত আসন্ন জিম্বাবুয়ে সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই তাকে নিয়োগ দেয়া হয়েছে। এ প্রসঙ্গে এই বিসিবি পরিচালক বলেন, ‘আমরা তাকে জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপকে মাথায় রেখে নিয়ে এসেছি। আমরা কিভাবে তার কাছ থেকে লাভবান হতে পারি, সেটা নিয়ে কথা হয়েছে। কিন্তু চূড়ান্ত হয়নি (দীর্ঘমেয়াদি চুক্তি)।’

মুশতাক আহমদের ক্রিকেট জ্ঞান এবং তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের স্পিনাররা অনেক উন্নতি করতে পারবেন বলে মনে করেন জালাল, ‘মুশতাক আহমেদের যে নলেজ- এটা ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করাটা বিরাট ব্যাপার হবে। আমাদের একজন ডানহাতি লেগ স্পিনারের ঘাটতি রয়েছে। রিশাদ ছাড়া আর যারা প্রমিজিং আছে, তাদের জন্য মুশতাকের কোচ হয়ে আসা বড় একটা সহযোগিতা হবে।’

এর আগে একবার লেগ স্পিনার হান্টে নেমেছিল বিসিবি। তবে আশানুরূপ ফল পায়নি। এবার মুশতাককে নিয়ে লেগ স্পিনার খোজের পরিকল্পনা করছে তারা, ‘মুশতাক আহমেদ আমাদের সঙ্গে থাকার সময়ে যদি আমাদের দেশের আনাচে-কানাচে আরো ভালোমানের লেগ স্পিনার থাকে, যারা এক্সপোজার পায়নি, তাকে দিয়ে যদি স্পিনার হান্টটা করতে পারি, আমাদের জন্য খুবই ভালো হবে। লেগ স্পিনারদের ভবিষ্যতের জন্য ভালো হবে।’

আরও পড়ুন: এশিয়া কাপ ঘিরে দুঃসংবাদ ভারত-পাকিস্তানের, বাংলাদেশের সুখবর 

ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট