চলতি আইপিএলে টানা তিন হার দিয়ে আসর শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এরপর দিল্লি এবং বেঙ্গালুরুকে পরাজিত করে ঘুরে দাঁড়ায় রোহিতরা। সবশেষ গেল রাতে পাঞ্জাবকে ৯ রানে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ১৭ বছর পূর্তির দিন জয়ে রাঙিয়েছে মুম্বাই। দলের জয়ের রাতে জোড়া মাইলফলক স্পর্শ করেছেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক ও ভারতের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা।
জনপ্রিয় এই লিগে প্রথম আসর থেকে চলমান সপ্তদশ আসরে খেলছেন রোহিত শর্মা। গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই সাথে বিশ্বের অন্যতম সেরা এই লিগে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ২৫০ ম্যাচ খেলার কীর্তি গড়েন তিনি। ২৫৬ ম্যাচ খেলে সবার শীর্ষে অবস্থানে আছে মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও ২৪৯ টি ম্যাচ খেলেছেন দীনেশ কার্তিক। ইডেনে রয়েল চ্যালেঞ্জ বেঙ্গালুরু হয়ে মাঠে নামলেই এই কীর্তি করার সুযোগ আছে তার। চলতি আসরেই ২৫০ ম্যাচের গণ্ডি পেরোতে পারে ২৪৪ ম্যাচ খেলা বিরাট কোহলিও।
বিশেষ এ ম্যাচে আরেকটি মাইলফলকও পূর্ণ করেন ভারতীয় ক্যাপ্টেন। আইপিএল ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে সাড়ে ছয় হাজার রানের গুন্ডি পার করেন তিনি। রোহিতের আগে ভারতীয় এই লিগে আরো তিনজন ব্যাটার এই রানের গণ্ডি পার করেন। গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৫ বলে ৩৬ রানের ইনিংস খেলে এই ক্লাবে নাম লেখান রোহিত। তার আগে বিরাট কোহলি, শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নার করেছেন এই কীর্তি।
আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সবার উপরে অবস্থান করছেন বিরাট কোহলি। ২৪৪ ম্যাচে ৭৬২৪ রান করেছেন তিনি। দ্বিতীয় অবস্থানে আছেন ২২২ ম্যাচে ৬৭৬৯ করা আরেক ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। তৃতীয় অবস্থানে আছেন বিদেশি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ১৮২ ম্যাচে ৬৫৬৩ রান করেন এই অজি ক্রিকেটার। এই দলে নতুন করে যোগ দিয়েছেন রোহিত শর্মা।
রোহিতের জোড়া মাইলফলকের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নির্ধারিত ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ দাড়ায় ১৯২ রান। ৭টি চার ও ৩টি ছক্কায় ৫৩ বলে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। তিলক ভার্মা ৩৪ (১৮ বল) এবং রোহিত করেন ৩৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৪ রানে ৪ উইকেট হারানো পাঞ্জাব আশুতোষ শর্মার ২৮ বলে ৬১ রান এবং শশাঙ্ক সিংয়ের ৪১ রানের সুবাদে ১৮৩ রান পর্যন্ত পৌঁছাতে পারে। এতে করে শেষ পর্যন্ত ৯ রানে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয় পেয়েছে মুম্বাই।
আরও পড়ুন: দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের মুখোমুখি হতে চান রোহিত শর্মা
ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৪/এইচআই/এফএএস