Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন দুই বাংলাদেশি

Two Bangladeshis bought a team in Sri Lanka's franchise league
এলপিএলে ডাম্বুলা ফ্রাঞ্চাইজির মালিকানায় দুই বাংলাদেশি। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলে দল কিনেছে দুই বাংলাদেশির মালিকানাধীন ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। আজ (শনিবার) এলপিএল কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

২০২২ সাল থেকে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএলে ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজিটি ডাম্বুলা অরা নামে মাতাচ্ছে। তবে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে ডাম্বুলা থান্ডার্স নামে মাঠে নামবে তারা। ডাম্বুলা অরা এলপিএলে গত আসরের রানার্স আপ হয়েছিল।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের মালিক দুই সফল বাংলাদেশি উদ্যোক্তা গোলাম রাকিব ও তামিম রহমান। যুক্তরাজ্যে সফলতা অর্জনের পর এবার তাদের নজর শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএলে।

এলপিএলে তারা বিনিয়োগ করতে চায়। তাই নিজেদের প্রতিষ্ঠানের অধীনে ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজির মালিকানা স্বত্ব কিনে নিয়েছে তারা। ইতোমধ্যে চুক্তিপত্র স্বাক্ষর করে তারা মালিকানাও বুঝে নিয়েছেন।

২০২০ সালে এলপিএলে নিজেদের যাত্রা শুরুর পর এ পর্যন্ত ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজিটি মোট চার বার নিজেদের নাম পরিবর্তন করলো। ২০২০ এ মাঠে নামে ডাম্বুলা ভাইকিংস নামে। ২০২১ সালে নাম পাল্টে নাম রাখা হয় ডাম্বুলা জায়ান্টস।

আর সর্বশেষ ২০২২ এবং ২০২৩ দুই আসরে তাদের নাম ছিল ডাম্বুলা অরা। ২০২০ সালে যাত্রা শুরুর প্রথম বছরখুব একটা সুবিধা করতে না পারেনি দলটি। তবে ২০২৩ সালে ক্যান্ডির কাছে ফাইনাল হেরে রানার্স আপ হিসেবে আসর শেষ করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

এলপিএলে দল নিয়ে উচ্ছ্বসিত ইম্পেরিয়ালের সহ প্রতিষ্ঠাতা তামিম রহমান বলেন, ‘লঙ্কা প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করতে পেরে আমরা অনেক আনন্দিত। আমাদের লক্ষ্য এমন একটি দল তৈরি করা যারা বিশ্বের সকল ক্রিকেট অনুরাগীদের অনুপ্রেরণা যোগাবে। আমরা দক্ষতা, সাহস এবং স্পোর্টসম্যানশিপ দিয়ে উদাহরণ তৈরি করতে চাই।’

প্রতিষ্ঠানের অপর সহপ্রতিষ্ঠাতা গোলাম রাকিব বলেন, ‘আমরা চাই ডাম্বুলা থান্ডার্সকে সর্বোচ্চ পর্যায়ের দল হিসেবে তৈরি করতে। শ্রীলঙ্কার স্থানীয় প্রতিভাবানদের পরিচর্যার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও ইতিবাচক প্রভাব বিস্তার করতে লঙ্কানদের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এলপিএল জিততে চাই যেন সমর্থকরা দল নিয়ে গর্ব করতে পারে।’

উল্লেখ্য, এর আগেও লঙ্কান টি-টেন লিগে ও আবুধাবি টি-টেন লিগে এক বাংলাদেশি প্রতিষ্ঠান দল কিনেছিল। আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগ আগামী ১ জুলাই শুরু হয়ে ২১ জুলাইয়ে শেষ হবে।

আরও পড়ুন: গ্যালারিতে ধোনি-ভক্তদের বাঁধভাঙা উল্লাসে ঘড়িতে ‘নয়েজ এলার্ট’ 

ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট