Connect with us
ফুটবল

গ্রুপপর্বের শেষ ম্যাচ হারলো ব্রাজিল, তবুও খেলবে ফাইনাল রাউন্ডে

Brazil vs Columbia women u-20
গ্রুপপর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারলো ব্রাজিল। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

কনমেবল অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে। গ্রুপ ‘বি’ থেকে নিজেদের শেষ ম্যাচে হেরেছে ব্রাজিল নারী দল। কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারের পরও প্রথম তিন ম্যাচ জেতায় গ্রুপ রানার্সআপ হয়ে ফাইনাল রাউন্ডে খেলবে ব্রাজিলের মেয়েরা। এর আগে ভেনেজুয়েলা, বলিভিয়া ও চিলিকে হারিয়েছে নেইমারের দেশের মেয়েরা।

রবিবার (২১ এপ্রিল) ভোরের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। তবে ৬৯ মিনিটে প্রথম গোল পায় কলম্বিয়া। ডিবক্সের বাইরে থেকে নেয়া ফ্রিকিক থেকে হেড দিয়ে গোল দেন জুয়ানা সোফিয়া। এর ৫ মিনিট পর নিজেদের ভুলে আবার গোল খায় ব্রাজিল। গোলকিপারের বাড়িয়ে দেয়া বল ঠিক মতো ধরতে না পারায় দখলে নেন তোরেস গার্সিয়া। পাস দেন সামনে, বল পেয়ে জালে পাঠিয়ে দেন ১০ নম্বর জার্সিধারী গ্যাব্রিয়েলা রদ্রিগুয়েজ।

তবে ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া ছিল ব্রাজিলও। ৮১ মিনিটে ৯ নম্বর জার্সিধারী নাতালিয়া উঠে গেলে তার পরিবর্তে নামেন পামেলা সান্তোস। মাঠে নামার ৪ মিনিটের মাথায় অর্থাৎ ৮৫ মিনিটে গোল করে ব্যবধান কমান পামেলা সান্তোস। পরে বাকি সময় চেষ্টা করেও আর গোল পায়নি। ফলে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে সেলেকাও কিশোরী দল।

লাতিন আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ১১তম এই আসর বসেছে ইকুয়েডরে। খেলছে কোপা আমেরিকার ১০টি দেশ। গ্রুপ ‘এ’ থেকে টুর্নামেন্টের গ্রুপপর্বে মাত্র একটি ম্যাচ জিতে এবং কোন ম্যাচ না হেরে তিনটা ড্র করে ফাইনাল রাউন্ডে আর্জেন্টিনা নারী দল। গ্রুপ ‘এ’ থেকে তিন জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনাল রাউন্ডে উঠেছে প্যারাগুয়ে। আর দুই জয় ও এক ড্র ও এক হারে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে ফাইনাল রাউন্ডে উঠেছে পেরু।

দুই গ্রুপ থেকে ৬টি দল খেলবে ফাইনাল রাউন্ডে। ‘বি’ গ্রুপ থেকে ফাইনাল রাউন্ডে উঠেছে কলম্বিয়া, ব্রাজিল। চিলিকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। সবগুলো ম্যাচ জিতেছে কলম্বিয়া। একটি ম্যাচ হেরেছে ব্রাজিল। গ্রুপ ‘এ’ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে ও ইকুয়েডর। আর গ্রুপ ‘বি’ থেকে বিদায় নিয়েছে চিলি ও বলিভিয়া।

ফাইনাল রাউন্ডের ৬টি দল প্যারগুয়ে, পেরু ও আর্জেন্টিনা এবং কলম্বিয়া, ব্রাজিল ও ভেনেজুয়েলা। এই রাউন্ডে সব দল একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল রাউন্ড শুরু বে আগামী ২৩ এপ্রিল থেকে। ওই দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

আরও পড়ুন: গোলশূন্য ড্র করেও ফাইনাল রাউন্ডে উঠলো আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল