আগামী ২৮ এপ্রিল থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন সিরিজটিতে বাংলাদেশের তানভীর আহমেদকে আম্পায়ারিং প্যানেল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত, তাকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেটাররা নতুন করে যেন কোন প্রকার তর্ক-বিতর্কে না জড়াতে পারে সেজন্যই বাংলাদেশ-ভারত সিরিজে থাকছেন না আম্পায়ার তানভীর।
অতীতের তিক্ত অভিজ্ঞতার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তাই ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত। ২০২৩ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সিরিজের শেষ ম্যাচে সেবার ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রিতের দ্বারা এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশী আম্পায়ার তানভীরকে।
সেই ম্যাচে বাংলাদেশী ক্রিকেটারদের ব্যাঙ্গ করার পাশাপাশি তাকে দেওয়া তানভীর আহমেদের এলবিডব্লিউর সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করেন ভারত কাপ্তান। পরে আম্পায়ারের সঙ্গে বিতর্কেও জড়িয়ে পড়েন তিনি। নিজের আউটের সিদ্ধান্ত মানতে না পেরে এমনই কাণ্ড ঘটিয়েছিলেন সেবার। সেই ম্যাচটি জিতে নিয়ে শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করেছিল নিগার সুলতানা জ্যোতির দল।
পরে অবশ্য এমন দৃষ্টিকটু ঘটনার জন্য হারমানপ্রিতকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। কিন্তু বিসিবি চায় না, আসন্ন সিরিজেও এমন কোন ঘটনার অবতারণা হোক। তাই তানভীর আহমেদকে সরিয়ে দেওয়ার মত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এ প্রসঙ্গে ভারতের বিখ্যাত ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এক বিসিবি কর্তা জানিয়েছেন, ‘আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজে তাকে আম্পায়ারিং প্যানেলে রাখা হলে তিনি ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। তার সঙ্গে তর্ক-বিতর্কেও জড়িয়ে পড়তে পারেন যেটি আমরা একদমই চাই না। তাই ভারতের বাংলাদেশ সফরে আমরা তানভীরকে আম্পায়ারিং প্যানেলে না রাখার সিদ্ধান্তে পৌঁছেছি।’
আগামী ২৮ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। পরের ম্যাচগুলো যথাক্রমে ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি ঘটবে। সবকটি ম্যাচই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে গেল বছরের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল ভারত। এরপর ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ টাই হওয়ায় যৌথভাবে বাংলাদেশের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছিল সফরকারীরা।
আরও পড়ুন: আজ রিয়াল-বার্সার এল ক্লাসিকো মহারণ, ম্যাচ কখন?
ক্রিফোস্পোর্টস/২১এপ্রিল২৪/এমএস/এফএএস