চলতি আইপিএলের মঞ্চ যেন ব্যাটারদের জন্য স্বর্গ রাজ্য। প্রতি ম্যাচেই রানের রেকর্ড করছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। যা প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে বোলারদের ওপর। তবে এই বিষয়টি খুব একটা ভালো ভাবে দেখছেন না ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার। আইপিএলে রান বন্যা, কঠোর সমালোচনা করে তিনি বোলারদের সুরক্ষা দাবি করেছেন।
আইপিএলের চলমান মৌসুমে এখন পর্যন্ত খেলা ৩৭ ম্যাচের ১৫ টিতেই রান উঠেছে দুইশর উপর। যার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের তিনবার সহ মোট পাঁচ দফা ২৫০ এর অধিক রান দেখা গেছে টুর্নামেন্টের এই আসরে। তবে এখানে ব্যাটাররা বোলারদের তুলনায় বেশি সুবিধা পাওয়ায় বেশ অনেকটা বিরক্ত গাভাস্কার। অবশ্য এমন পরিস্থিতিতে ডেল স্টেইন বলছেন, এটা বোলারদের সুযোগ নিজেকে মিতব্যয়ী বোলিং করার।
ভারতীয় কিংবদন্তি ও ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়ার সঙ্গে কথা বলতে গিয়ে গাভাস্কার প্রস্তাব দেন বাউন্ডারি বড় করার। গাভাস্কার বলেন, ‘আমি ব্যাট নিয়ে কোন পরিবর্তন চাই না কারণ সেটা নিয়মের মধ্যেই রয়েছে। কিন্তু আমি লম্বা সময় ধরে বলে আসছি প্রত্যক মাঠের বাউন্ডারির সীমানা আরো বড় করতে।’
বাউন্ডারির সীমানা বড় করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আজকের (গতকাল) মাঠ দেখলে সেখানে বাউন্ডারি আরো দুই মিটার বড় করার যথেষ্ট সুযোগ ছিল। সেটা একটা ছয় এবং ক্যাচের মধ্যে পার্থক্য তৈরি করে দিতে পারে। আপনি ডিজিটাল বোর্ডের বিজ্ঞাপনগুলো আরো সরাতে পারেন তাতে বাউন্ডারি ২-৩ মিটার বাড়বে। তাছাড়া বোলাররাই ভুগবে।’
বর্তমানের টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং দেখাকে রোমাঞ্চকর মনে করেন সুনীল গাভাস্কার। তবে ব্যাট ও বলের মধ্যে যদি ভারসাম্য না থাকে অর্থাৎ কোন একটা ডিপার্টমেন্ট যদি বাড়তি সুবিধা পায়, তবে একটা সময় পর গিয়ে খেলা দেখতে নিজের বিরক্তির কথা জানিয়েছেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার। যেমন ব্যাটাররা বেশ সুবিধা পাচ্ছে আইপিএলের এই আসরে।
এই বিষয়ে গাভাস্কার বলেন, ‘আমরা গত কিছুদিনে টি-টোয়েন্টিতে যা দেখছি তা হলো ক্রিকেট কোচরা যেভাবে নেটে ব্যাটিং করান- এটা শেষ রাউন্ড এবং সবাই যার যার ইচ্ছামতো ব্যাট ঘুরায়। এটা দেখতে রোমাঞ্চকর কিন্তু একটা সময় এটা বিরক্তিতে পরিণত হয়। আমি আরো কঠিন ভাষা ব্যবহার করতাম কিন্তু না।’
আরও পড়ুন: কোহলি-বাবরকে পেছনে ফেলে নতুন মাইলফলক ছুঁলেন রিজওয়ান
ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৪/এফএএস