Connect with us
ক্রিকেট

লো স্কোরিং ম্যাচে গুজরাটের জয়, হারের বৃত্তে পাঞ্জাব

পাঞ্জাবকে হারিয়েছে গুজরাট। ছবি- ইএসপিএন

চলতি আইপিএলে নিজেদের শেষ চার ম্যাচে টানা পরাজয়ের স্বাদ পেল পাঞ্জাব কিংস। আজ গুজরাটের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে স্বাগতিকরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত কিছু উইকেট হারালেও শেষ পর্যন্ত লো স্কোরিং ম্যাচে গুজরাটের জয়। হারের বৃত্তে আটকে রইল পাঞ্জাব কিংস।

আজ রোববার (২১ এপ্রিল) ঘরের মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৪২ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় পাঞ্জাব। জবাব দিতে নেমে শেষ ওভারে ৩ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় শুভমান গিলের দল। এতে করে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে গুজরাট।

এদিন আগে ব্যাট করতে নেমে দারুন শুরু করেছিল পাঞ্জাব। পাওয়ার প্লেতে শ্যাম কারানের সঙ্গে ৫২ রানের ওপেনিং জুটি ভাঙে ২১ বলে ব্যাক্তিগত ৩৫ রান করে প্রাভসিমরান সিং আউট হলে। পরের ওভারেই সাজঘরে ফেরেন উইকেটে আসা প্রোটিয়া তারকা রাইলি রুশো। স্যাম কারানও টিকতে পারেননি বেশিক্ষণ। 

এরপর নিয়মিত উইকেট পরতে থাকলে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে পাঞ্জাবের। তবে শেষ মুহূর্তে হারপ্রীত ব্রারের ১২ বলে ২৯ রানের ক্যামিওতে ১৪২ রানের সম্মানজনক সংগ্রহ করতে সক্ষম হয় পাঞ্জাব। অবশ্য আইপিএলে দলগুলোর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এটিকে লো স্কোর বলাই যায়।

জবাব দিতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট। তবে রাহুল তিওআটির ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট। ইনিংটি তিনি সাজিয়েছেন ৭ চার দিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ বলে ৩৫ রান করেছেন পাঞ্জাবের অধিনায়ক শুভমান গিল।

এতে করে মৌসুমে এখন পর্যন্ত নিজেদের খেলা ৮ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ নম্বরে অবস্থান করছে গুজরাট। অপর দিকে সমান সংখ্যক ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস।

আরও পড়ুন: আইপিএলে রান বন্যা, কঠোর সমালোচনা করলেন সুনীল গাভাস্কার

ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৪/এফএএস 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট