Connect with us
ক্রিকেট

শান্ত-মিরাজদের পারফরম্যান্স বিশ্লেষক মহসিন শেখ

Mohshin Sheikh is the performance analyst of Bangladesh
মহসিন শেখ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স বিশ্লেষক হিসেবে নিয়োগ পেলেন মহসিন শেখ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে কাজ করা এই পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ মে ২০২৪ থেকে  ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন এই বিশ্লেষক।

আগামী মে মাসে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজ দিয়েই স্থায়ীভাবে বাংলাদেশের সঙ্গে কাজ শুরু করবেন মহসিন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে দলটি। এরপর ৩ মে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

গত ওয়ানডে বিশ্বকাপের পর জাতীয় দলের পারফরম্যান্স বিশ্লেষক বিদায় নেয়। এরপর নিউজিল্যান্ড সিরিজে অন্তর্বর্তীকালীন হিসেবে নিয়োগ পান মহসিন শেখ। এবার শান্ত-মিরাজদের সঙ্গে কাজ করার জন্য পুরোপুরি নিয়োগ পেলেন এই বিশ্লেষক।

আফগানিস্তান ছাড়াও পাকিস্তান ও অস্ট্রেলিয়া জাতীয় দলের সংঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মহসিনের। এছাড়া বিশ্বের বড় বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ- আইপিএল, বিপিএল, পিএসএল, বিগ ব্যাশেও কাজ করেছেন তিনি।

বিপিএলের সবশেষ আসরে খুলনা টাইগার্সের পারফরম্যান্স বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মহসিন শেখ।

আরও পড়ুন:  বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট বিসিবি 

ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট