চলতি সপ্তাহে শুরু হওয়া মাদ্রিদ ওপেনে থাকছেন না সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ৷ গতকাল হওয়া মাদ্রিদ ওপেনের ড্রয়ে তাঁর নাম দেখা যায়নি৷
রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ মাদ্রিদ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন৷ এ নিয়ে চার বছরের মধ্যে তিনবার মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন তিনি।
তবে জোকোভিচ না থাকলেও মাদ্রিদ ওপেনে খেলবেন রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনের আগে চোট থেকে ফেরার জোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া নাদালকে দেখা যাবে মাদ্রিদ ওপেনের কোর্টে।
প্রথম রাউন্ডের নাদালের প্রতিপক্ষ আমেরিকার ১৬ বছর বয়সী ডারউইন ব্লাঞ্চ। সেখানে জিতলে ৩৭ বছর বয়সী স্পেনিশ তারকাকে দ্বিতীয় রাউন্ডে দিতে হবে কঠিন পরীক্ষা৷
দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ অ্যালেক্স ডি মিনাউরের। গত সপ্তাহে এই অজির কাছে হেরেই বার্সেলোনা ওপেনে রাউন্ড ৩২ থেকে বিদায় নিয়েছিলেন নাদাল। তাই এবারের মাদ্রিদ ওপেনে হারের প্রতিশোধ নিতে চাইবেন নাদাল৷
মাদ্রিদ ওপেন না খেললেও পরশু মাদ্রিদে অনুষ্ঠিত এল ক্লাসিকো দেখেছেন জোকোভিচ। এ বছর এ নিয়ে দ্বিতীয়বার মাস্টার্স ১০০০-এর কোনো টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলেন এই সার্বিয়ান।
এর আগে গত মার্চে মায়ামি ওপেন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন জোকোভিচ। যদিও তিনি এ মৌসুমে চারটি টুর্নামেন্টে খেললেও কোনো শিরোপা জিততে পারেননি।
তবে আগামী ২৬ মে থেকে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে রোমে ইতালিয়ান ওপেনে খেলতে পারেন জোকোভিচ। আগামী ৮ থেকে ১৯ মে পর্যন্ত রোমে বসছে ৮১তম ইতালিয়ান ওপেন৷
আরও পড়ুন: ব্যাট হাতে জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ, জেতালেন দলকে
ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৪/টিএইচ/বিটি