আসন্ন বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে টাগারদের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।
আজ (২৩ এপ্রিল) সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যদের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই প্রাথমিক স্কোয়াডে চমক দেখিয়ে জায়গা করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ও সবশেষে বিপিএলে দারুণ নৈপুণ্য দেখানো অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তারা দারুণ ছন্দে রয়েছেন। এর মধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পারভেজ ইমন ১২ ম্যাচে ৩ শতক ও ২ অর্ধ শতকে ৫৮৫ রান করেছেন। তার ব্যাটিং গড় ৪৮.৭৫।
অন্য দিকে বোলার তানভীর ইসলাম ডিপিএলে ১১ ম্যাচে ১৯ উইকেট শিকার করেছেন।
আগামী ২৮ এপ্রিল বাংলাদেশের মাটিতে পা রাখার কথা জিম্বাবুয়ে দলের। একই দিনে নিজেদের প্রস্তুতি ক্যাম্প শুরু করার কথা রয়েছে স্বাগতিক বাংলাদেশের।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, বাকি তিন ম্যাচ হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে। প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ৩, ৪ ও ৭ মে, বাকি দুই ম্যাচ ১০ ও ১২ মে।
ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত টাইগার স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখ। এছাড়াও সব শঙ্কার অবসান ঘটিয়ে ঢাকায় ফিরেছেন হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
আরও পড়ুন: গুঞ্জন উড়িয়ে ঢাকায় পা রাখলেন হাথুরুসিংহে
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৪/এমএস/বিটি