কনমেবল অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘বি’ থেকে তিন ম্যাচ জেতায় গ্রুপ রানার্সআপ হয়ে ফাইনাল রাউন্ডে ওঠে ব্রাজিলের মেয়েরা। আর এই রাউন্ডে প্রথম ম্যাচেই মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনার তরুণীদের ২-০ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে সেলেকাও তরুণীরা।
বুধবার (২৪ এপ্রিল) ভোরে ইকুয়েডরের আলবার্ট স্পেন্সার হেরেরা মডেল স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচ শুরুর প্রথম ৪ মিনিটেই এগিয়ে যায় পেলে-নেইমারের দেশের মেয়েরা। প্রথমার্ধের যোগ করা সময়ে আবার গোলের দেখা পায় ব্রাজিল। প্রথম গোলটি আসে করিন্থিয়াসের রাইট ব্যাক জি ফার্নান্দেজের পা থেকে। ডিবক্সের বাইরে থেকে নেয়া জোরালো শট গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই বল ঠাঁই করে নেয় জালে।
পরে দুদলই আক্রমণ চালায়। কিন্তু জালের দেখা পায় না কেউই। প্রথমার্ধের শেষ মূহুর্তে যোগ করা সময়ে ব্রাজিলকে গোল উপহার দেন সাও পাওলোর ফরোয়ার্ড ও ব্রাজিলের ১১ নং জার্সিধারী আনা ফ্লাভিয়া ফেরেরা গোমেজ। যদিও ডিবক্সের বাইরে থেকে নেয়া শটটি আর্জেন্টিনার গোলরক্ষকের হাত বরাবর ছিল, কিন্তু সেটা ধরতে ব্যর্থ হলে স্কোরলাইন ২-০ হয়।
ম্যাচের হাইলাইটস দেখে নিন এখানে…
দ্বিতীয়ার্ধেও আক্রমণ বজায় রাখে ব্রাজিল। সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করে আর্জেন্টিনার মেয়েরাও। কিন্তু পরে আর কোন দলই সাফল্য পায়নি। ম্যাচে ব্রাজিলের মেয়েরা ১২টা শট নিলেও গোলমুখে শট ছিল ৪টি। আর আর্জেন্টিনার মেয়েরা ১০টি শট নিয়েছিল, যার মধ্যে গোলমুখে ছিল ২টি শট। আর্জেন্টিনা ২টি হলুদ কার্ড দেখলেও ব্রাজিলের মেয়েরা ১টা হলুদ কার্ড দেখে।
এরপর ফাইনাল রাউন্ডে দিনের আরেক ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে গেছে প্যারাগুয়ে। এই রাউন্ডে খেলা আর দুটি দল হলো পেরু ও কলম্বিয়া। আগামী ২৭ এপ্রিল আবার মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ভোর তিনটায় পেরুর বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। আর ভোর সাড়ে ৫টায় ব্রাজিল খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে।
আরও পড়ুন: গ্রুপপর্বের শেষ ম্যাচ হারলো ব্রাজিল, তবুও খেলবে ফাইনাল রাউন্ডে
লাতিন আমেরিকা অঞ্চলের ১০টি দেশ নিয়ে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ১১তম এই আসর বসেছে ইকুয়েডরে। প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ থেকেমাত্র একটি ম্যাচ জিতে এবং কোন ম্যাচ না হেরে তিনটা ড্র করে ফাইনাল রাউন্ডে ওঠে আর্জেন্টিনা নারী দল। গ্রুপ ‘বি’ থেকে তিন জয় ও এক হারে ফাইনাল রাউন্ডে ওঠে ব্রাজিল।
দুই গ্রুপ থেকে ৬টি দল খেলছে ফাইনাল রাউন্ডে। ‘এ’ গ্রুপ থেকে ফাইনাল রাউন্ডে উঠেছে প্যারগুয়ে, পেরু ও আর্জেন্টিনা। আর ‘বি’ গ্রুপ থেকে ফাইনাল রাউন্ডে উঠেছে কলম্বিয়া, ব্রাজিল ও ভেনেজুয়েলা। গ্রুপ ‘এ’ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে ও ইকুয়েডর। আর গ্রুপ ‘বি’ থেকে বিদায় নিয়েছে চিলি ও বলিভিয়া।
আরও পড়ুন: ম্যাচে নায়ক হওয়ার সুযোগ হারালেন মুস্তাফিজ
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/এজে