আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আগামীকাল শুক্রবার থেকে তিন দিনের ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল। যার জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল গিয়েছে বিসিবি। অবশ্য এর বাইরেও দু-একজন ক্রিকেটার যুক্ত হতে পারেন এই ক্যাম্পে।
এদিকে আগামী ১ মের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। টাইগারদের প্রস্তুতি ক্যাম্প থেকেই বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে সেটা অনেকটাই নিশ্চিত। যেহেতু বিশ্বকাপ স্কোয়াডে বড় কোন চমক দেখার সুযোগ নেই, তাই এই দলটাকেই বিশ্বকাপের প্রাথমিক দল হিসেবে বিবেচনা করা যায়। গতকাল বুধবার মিরপুর স্টেডিয়ামে এই দল নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেন, ‘যেই দলটা লিপু ভাইরা (প্রধান নির্বাচক) এরই মধ্যে ঘোষণা করেছেন, দারুণ ব্যালেন্স টিম। হয়তো কথা থাকতে পারে, এ নাই- ও আছে। তবে যারা আছে তারা সবাই পারফর্মার। তারা প্রত্যেকে ভালো খেলোয়াড়। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে এই ছেলেদের মধ্যে। শুধু আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমরা আশা করি যে এই ছেলেরা বিস্ময়কর কিছু করে দেবে।’
প্রিমিয়ার লিগে ভালো করা পারভেজ হোসেন ইমনকে নিয়ে তিনি বলেন, ‘ইমন যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করে, তার মতো ক্রিকেটারই আমাদের প্রয়োজন এই ফরম্যাটে। আইপিএলের খেলা যদি দেখেন এখন ২৩০-২৪০ রানও কিন্তু ডিফেন্ডেবল না। (চেজ) হয়ে যাচ্ছে কিন্তু। এজন্য শুরুর দিকে কিন্তু ওরকম বিস্ফোরক ব্যাটসম্যানই দরকার যারা ৬ ওভারে ৭০-৮০ রান করে দেবে। আগে ভাবনায় ছিল ৬ ওভারে ৪০। কিন্তু এখন তেমনটা নয়।’
ব্যাটিং ইউনিট নিয়ে বেশ আশাবাদী সুজন, ‘লিটন আছে। বেশ অভিজ্ঞ ক্রিকেটার। যে কোনো পরিস্থিতির দাবি মেটাতে পারে। খারাপ সময় গেছে। সেটা পরিবর্তন হচ্ছে। ভালো সময় ফিরে আসবে। আশা করছি সামনে সে বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাবে। বাকি যারা আছে মাঝে, শান্ত, তাওহীদ, মাহমুদউল্লাহ, জাকের, সাকিব আসলে সে; তারা প্রত্যেকে ম্যাচ উইনার। আমাদের ব্যাটিং ইউনিট বেশ ভালো।’
বোলিং নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি, ‘বোলিংয়ে আমাদের তিন পেসারের সঙ্গে সাকিব এবং সাইফউদ্দিন রয়েছে। শেখ মেহেদী এই ফরম্যাটে ভালো বোলার। মিরাজকে নিয়ে অনেক কথা থাকতে পারে। আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো। নির্বাচকরা যে দল দিয়েছে সেটা ব্যালেন্স। আমি রিশাদকে নিয়ে বেশ খুশি। ঢাকা লিগে খুব ভালো পারফর্ম করছে। এই ধারাবাহিকতা যদি থাকে খুব ভালোভাবেই বাংলাদেশকে ম্যাচ জেতাবে বলে বিশ্বাস করি।’
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে খেলতে আইপিএল ছাড়ছেন সিকান্দার
ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৪/এফএএস