দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানালেন পাকিস্তান নারী ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার বিসমাহ মারুফ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতির মাধ্যমে আজ (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে। তবে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও লিগ ক্রিকেটের খেলা চালিয়ে যাবেন।
পাকিস্তানের জার্সিতে ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিসমাহর। এরপর থেকে জাতীয় দলের জার্সিতে মোট ২৭৬ টি ম্যাচ খেলেছেন তিনি। যা কি না জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ।
ব্যাট হাতে ৬২৬২ রান ও বল হাতে মোট ৮০ টি উইকেট নিয়েছেন বিসমাহ। এছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের জার্সিতে ৩৩ টি অর্ধশতক হাঁকিয়েছেন এই তারকা অলরাউন্ডার বিসমাহ মারুফ।
পিসিবির প্রকাশিত বিবৃতিতে বিসমাহ তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি এমন একটি খেলা থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম যেটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। একটি অবিশ্বাস্য যাত্রার সমাপ্তি ঘটলো যেটি জয়, চ্যালেঞ্জ ও অবিস্মরণীয় সব স্মৃতিতে ভরপুর ছিল। এই যাত্রায় আমার পরিবারের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ কারণ শুরু থেকে এখন পর্যন্ত তারা আমাকে অকুণ্ঠ সমর্থন জুগিয়ে গেছে।’
এরপর পিসিবির প্রতি বিসমাহ তার কৃতজ্ঞতা প্রকাশ করেন, ‘আমার উপর এতদিন ধরে ভরসা রাখার জন্য পিসিবিকে ধন্যবাদ। তারা আমাকে যেভাবে সমর্থন জুগিয়ে গেছেন সেটা অমূল্য। পিসিবি আমার জন্য প্রথম বারের মত মাতা-পিতা বিষয়ক পলিসি গ্রহণ করেছেন। এর ফলে আমি একদিকে মায়ের দায়িত্ব যেমন পালন করতে পেরেছি, তেমনি পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি।’
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট
ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৪/এমএস/বিটি