ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। গতকাল রাতে লাহোরে চতুর্থ টি-টোয়েন্টিতে জয়ের বন্দরে গিয়েও অল্প ব্যবধানে হেরেছে বাবর আজমের দল। তৃতীয় ম্যাচের মতো এদিনও প্রথম দল ১৭৮ রান তোলে। আগের ম্যাচে পাকিস্তানের ১৭৯ রানের লক্ষ্য নিউজিল্যান্ড ছুঁতে পারলেও পাকিস্তান পারেনি। হেরেছে ৪ রানে।
ফখর জামান. ইফতিখার আহমেদ ও ইমাদ ওয়াসিমদের দারুণ লড়াই বিফলে গেছে। ১৭৮ রানের জবাবে ১৭৪ রানে থেমেছে পাকিস্তান। ৪ রানের রোমাঞ্চকর জয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায়। দ্বিতীয় ম্যাচ পাকিস্তান জিতলেও পর পর দুটি ম্যাচ জিতলো সফরকারীরা।
শেষ ওভারে জিততে পাকিস্তানের দরকার ছিল ১৮ রান। উসামা মীর প্রথম বলে চার মেরে পরের বলেই আউট। ইমাদ ওয়াসিম চতুর্থ বলে দুই রান আর পঞ্চম বলে চার মেরে শেষ বলের জন্য সমীকরণ নামিয়ে আনেন ৬ রানে। শেষ বলে ১ রান নিলে ৪ রানে হারা স্বাগতিকরা। সিরিজের শেষ টি–টোয়েন্টি আগামীকাল শনিবার।
মূলত ম্যাচে এগিয়ে থেকেও কয়েকটি ভুলে হেরেছে পাকিস্তান। চলুন দেখে আসি ভুলগুলো কোথায় হয়েছে….
বোলিং ইনিংসে ভুল
নিজেদের বোলিং ইনিংসে কয়েকটি ভুল করেছে পাকিস্তান। ইফতিখার এবং আব্বাস আফ্রিদির বোলিংয়ে রান কম আসছিল। কিন্তু তাদের দুজনের মোট ৩ ওভার বাকি থাকতেও বল তুলে দেয়া হয়েছে জামান খান ও উসামা মীরের হাতে।
যেখানে ইফতিখারের ইকনোমি রেট ৭ এবং আব্বাসের ৬.৬৬। সেখানে উসামা মীর রান দিয়েছেন ১০.৭৫ গড়ে এবং জামান খান রান দিয়েছেন ১১.৬৬ গড়ে। ইফতিখার ও আব্বাসের হাতে বল তুলে দিলে নিউজিল্যান্ডের মোট রান আরও কিছুটা কম আসতে পারতো।
ব্যাটিং ইনিংসে ভুল
১৭৯ রানের চ্যালেঞ্জিং টার্গেটে খেলতে নেমে অধিনায়ক বাবরের কাণ্ডজ্ঞানহীন উইকেট দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। শাদাব খানের ৮ বলে ৭ রানের ইনিংসটা একটু পিছিয়ে দিয়েছে। একই বলে অন্তত ১০ থেকে ১২ রান করে আসলে দল হার এড়াতে পারতো।
শেষদিকে ইফতিখার দারুণ এগিয়ে দিয়েছেন দলকে। তবে স্ট্রাইকরেট আরেকটু বেশি থাকলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো পাকিস্তান। ২০ বলে ২৩ রানের জায়গায় অন্তত ২৮ থেকে ৩০ রান তার ব্যাটে আশা করেছিল সবাই। কিন্তু সে আশা তিনি পূরণ করতে পারেননি।
আরও পড়ুন: আইপিএলে দুর্দান্ত ফর্ম, তবুও ভারতের বিশ্বকাপ দলে থাকবেন না যারা
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৪/এজে