গতকাল ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আগে ব্যাট করে প্রাইম ব্যাংককে ৩১৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মোহামেডান। বড় লক্ষ তাড়া করতে নেমে ২৮৪ রানেই গুটিয়ে যায় তামিম-মুশফিকের দল। তবে ৩৩ রানে মোহামেডানের জয়ের ম্যাচে বড় বিতর্ক দেখা দিয়েছে মুশফিকুর রহিমের ক্যাচ আউট নিয়ে।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে স্পিনার নাঈম হাসানের করা ৩৪তম ওভারের চতুর্থ বলে মুশফিক মিড উইকেটে উড়িয়ে মারলে বাউন্ডারি সীমানা থেকে ডাইভ দিয়ে অসাধারণ এক ক্যাচ তালু বন্দী করেন আবু হায়দার রনি। তবে বিপত্তি বাঁধে মুশফিক মাঠ ছাড়ার আগেই প্রাইম ব্যাংকের বাকি ক্রিকেটাররা দাবি তোলেন ক্যাচ ধরার সময় রনির পা স্পর্শ করেছে বাউন্ডারি লাইন।
তবে ঘরোয়া এই টুর্নামেন্ট তৃতীয় আম্পায়ারের ব্যবস্থা না থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে বেশ বেগ পেতে হয় মাঠের আম্পায়ারদের। যদিও ইউটিউবে বিসিবি চ্যানেলে সীমিত পরিসরে সম্প্রচার করা হয় সরাসরি ডিপিএল ম্যাচ। তবে সেখানে রিপ্লে দেখার সুযোগ নেই আম্পায়ারদের কাছে। তাই দীর্ঘ সময় ম্যাচ বন্ধ থাকলেও শেষ পর্যন্ত আম্পায়ারের আউট সিদ্ধান্ত মেনে নিতে হয় মুশফিককে।
এবার গতকালের সেই বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুশফিকুর রহিম নিজে। বাউন্ডারি লাইনে আবু হায়দার রনির ধরা সেই ক্যাচের মুহূর্তের একটি ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তুলে ধরে তার ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘মাশাআল্লাহ’। ক্যাপশনে সেলুট দেওয়ার ভঙ্গি করা তিনটি ইমোজি ব্যবহার করেছেন তিনি।
সেই ছবিতে অনেকটাই স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল রনির পা স্পর্শ করে আছে বাউন্ডারি লাইনে। তবুও প্রযুক্তিগত কারণে মুশফিককে আউট দেওয়ার ঘটনাটি দুঃখজনক বলছেন তার জাতীয় দলের সাবেক সতীর্থ রুবেল হোসেন। মুশফিকের করা সেই পোষ্টের কমেন্টেই দুঃখ পাওয়ার ইমোজিসহ রুবেল লিখেছেন, ‘খুবই দুঃখজনক ভাই।’
মুশফিকের বিতর্কিত আউট নিয়ে মোহামেডানের আরেক ব্যাটার রনি তালুকদার বলেন, ‘এটা রনিই (আবু হায়দার) ভালো জানে। কারণ সে–ই ক্যাচটা ধরেছে। রনির ওপরেই পুরোটা নির্ভর করবে। থার্ড আম্পায়ার যদি থাকত, তাহলে সেটা ভালোভাবে দেখতে পারত। এখন এটা খেলোয়াড়দের ওপরেই যায়। ও যেই সিদ্ধান্তটা দেবে সেটার ওপরেই মাঠের আম্পায়ার সিদ্ধান্ত দেবেন।’
আরও পড়ুন: অবসরের সময় জানালেন ব্রাজিলের ছয় ব্যালন ডি’অরজয়ী
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৪/এফএএস