কনমেবল অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনার মেয়েরা। প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে ০-২ গোলে হারার পর আজ ভোরের ম্যাচে পেরুকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার কিশোরীরা। একই দিন অন্য ম্যাচে দারুণ জয় পেয়েছে ব্রাজিলও। প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ নারী দলকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিলের মেয়েরা।
শুক্রবার (২৭ এপ্রিল) ভোরে ইকুয়েডরের আলবার্ট স্পেন্সার হেরেরা মডেল স্টেডিয়ামে ভোর তিনটায় প্রথম ম্যাচে মুখোমুখি হয় পেরু-আর্জেন্টিনা। আর সাড়ে ৫টায় শুরু হয় প্যারাগুয়ে-ব্রাজিল ম্যাচ।
আর্জেন্টিনার তরুণীদের ২-০ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করা সেলেকাও তরুণীরা আজ প্যারাগুয়ের বিরুদ্ধে জয় পেয়ে টেবিলের উপরের দিকেই রইলো। আর পেরুর মেয়েদের নিয়ে ছেলেখেলা করলো আর্জেন্টিনা। প্রথমার্ধে ২টি আর দ্বিতীয়ার্ধে ৩টি মোট ৫টি গোল দিয়েছে।
আর্জেন্টিনার ম্যাচের হাইলাইটস দেখে নিন এখানে…
৫টি গোলই এসেছে ভিন্ন ভিন্ন ৫ জনের পা থেকে। ম্যাচের ২৭ মিনিটে ডেনিস নুনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪০ মিনিটে প্রথমার্ধের শেষ গোলটি করেন মরিনা কালভো। পরের অর্ধে আনেলা নিগিতো ৭২ মিনিটে এবং মারিয়া অ্যালগেট ৭৭ মিনিটে বল পাঠান পেরুর জালে। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে পেরুর কফিনে শেষ পেরেক ঢুকে দেন মার্গারিটা।
অন্যদিকে প্যারাগুয়ের জালে প্রথম গোল দেন ব্রাজিলের আমারাল সান্তানা। ১৭ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নেন তিনি। ঠিক ৪ মিনিট পর ২১ মিনিটের সময় ব্যবধান ২-০ করেন মারিয়া এদুয়ার্দো রদ্রিগুয়েজ। বাকি গোলটিও হয় প্রথমার্ধে। অতিরিক্ত সময়ে আনা ক্লারা পেরেইরা শেষ গোলটি দেন। পরের অর্ধে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে শেষ হয় ম্যাচ।
ব্রাজিলের ম্যাচের হাইলাইটস দেখে নিন এখানে…
ফাইনাল রাউন্ডের তৃতীয় ম্যাচে আগামী ৩০ এপ্রিল আবার মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ভোর সাড়ে ৫টায় ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। আর সকাল আটটায় শুরু হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ।
লাতিন আমেরিকা অঞ্চলের ১০টি দেশ নিয়ে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ১১তম এই আসর বসেছে ইকুয়েডরে। দুই গ্রুপ থেকে ৬টি দল খেলছে ফাইনাল রাউন্ডে। ‘এ’ গ্রুপ থেকে ফাইনাল রাউন্ডে উঠেছে প্যারাগুয়ে, পেরু ও আর্জেন্টিনা। আর ‘বি’ গ্রুপ থেকে ফাইনাল রাউন্ডে উঠেছে কলম্বিয়া, ব্রাজিল ও ভেনেজুয়েলা। গ্রুপ ‘এ’ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে ও ইকুয়েডর। আর গ্রুপ ‘বি’ থেকে বিদায় নিয়েছে চিলি ও বলিভিয়া।
আরও পড়ুন: ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে উড়িয়ে দিলো ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৪/এজে