চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। পাঁচ বারের শিরোপাজয়ীদের হয়ে শুরুটা দুর্দান্ত করলেও শেষ তিন ম্যাচে বল হাতে বেশ খরুচে ছিলেন এই বাঁহাতি পেসার। এনওসির মেয়াদ শেষদিকে হওয়ায় চেন্বাইয়ের হয়ে আর মাত্র দুই ম্যাচে দেখা যাবে কাটার মাস্টারকে। চেন্নাইও হয়তো চাইবে, শেষ দু’ম্যাচে আবারও শুরুর দিকের মত বল হাতে জ্বলে উঠুক ফিজ।
যদিও দলের হয়ে শেষ তিন ম্যাচেই একটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু রান দিয়েছেন যেন প্রাণ খুলে। এইতো সবশেষ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলায় শেষ ওভারে ১৭ রানের জায়গায় মাত্র ৩ বলেই ১৯ রান দিয়ে এসেছেন।
এতে নায়ক হওয়ার সুযোগ হাত ছাড়া করে খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। এরপরও মুস্তাফিজেই ভরসা রাখছে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি।
তাই হয়তো ফিজের আত্মবিশ্বাস বাড়াতেই প্রয়াত মার্কিন পপতারকা মাইকেল জ্যাকসনের নাচের ভঙ্গির সাথে মিল রেখে মুস্তাফিজের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংসের মিডিয়া বিভাগ।
আগামীকাল চেন্নাইয়ের চিপকে ঘরের মাঠে ব্যাট হাতে বিধ্বংসী সানরাইজার্স হায়দরাবাদকে আতিথেয়তা দেবে ধোনি-মুস্তাফিজদের চেন্নাই। আর ম্যাচের ঠিক আগের দিনই (২৭ এপ্রিল) ফিজকে নিয়ে চেন্নাই এমন একটি ছবি প্রকাশ করলো।
ছবিটিতে মাইকেল জ্যাকসনের ‘স্মুথ ক্রিমিনাল’ গানে নাচের একটি মুদ্রার সঙ্গে ফিজের বোলিং অ্যাকশনকে মিলিয়েছে তারা। মাইকেল যেমন এই গানে পায়ের গোড়ালিতে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়েছিলেন, মুস্তাফিজও বোলিংয়ের সময় সামনের দিকে এভাবে কিছুটা ঝুঁকে পড়েন।
সাথে স্মুথ ক্রিমিনাল গানের দু’টি লাইনের সঙ্গে মিল রেখে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইউ হ্যাভ বিন হিট বাই, ইউ হ্যাভ বিন স্টাক বাই’। যার অর্থ, ‘তুমি আঘাত করতে পারো আবার আটকিয়েও দিতে পারো।’
কাটার মাস্টারের সাফল্য কামনার জন্যই হয়তো কে জানে এভাবে জ্যাকসনের সঙ্গে মিলিয়ে পোস্ট করেছে চেন্নাই!
আরও পড়ুন: নিজের জিম পার্টনারের সাথে ছবি শেয়ার করলেন মুশফিক
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৪/এমএস/বিটি